ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাদীসে বর্ণিত হয়েছে-
لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ، وَشَاهِدَيْهِ، وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয় সকলের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। -মুসনাদে আহমাদ, হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস ১২০৬
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7220
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এনজিওতে সাধারণত হারাম ও সুদের কাজে সহায়তা হওয়ার করণে এনজিওতে চাকুরি করা হারাম ও নাজায়েজ। সুতরাং এনজিওতে চাকুরী করেন, এমন কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ জায়েয হবে না। তবে যদি উনি এমন কোনো সেক্টরে জব করেন, যেখানে সুদের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে তখন এ ব্যক্তির কাছ থেকে হাদিয়া গ্রহণ নাজায়েজ হবে না।