আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
70 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (20 points)
আসসালামু আলাইকুম।
১) আমরা কয়েকজন মিলে ১০ লক্ষ টাকার একটা মেশিন কিনেছি। কয়েকদিন পর এটি কিছু লাভে বিক্রি করা হবে।যেখানে আমার শেয়ার ১ লক্ষ টাকা। আমি আগে থেকেই যাকাত দিই। এখন এই বছর যাকাত দেয়ার সময় এই টাকার যাকাত কিভাবে দিতে হবে?

২)বাগান ইজারার ক্ষেত্রে ফতোয়ায় পেয়েছি ইজারার টাকা দেয়ার পর তার যাকাত নেই। এরপর শুধু ফলের টাকার যাকাত দিতে হবে(https://ifatwa.info/42984/)..এখন মেশিনের ক্ষেত্রেও কি বিক্রির পর টাকা পেলে পরের বছর যাকাত দিতে হবে? নাকি এবারও দিতে হবে?

1 Answer

0 votes
by (653,130 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

হযরত আলী রাযি থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সা. বলেন,
وليسَ علي العواملِ شيء
হালচাষসহ যাবতীয় কাজে ব্যবহৃত গবাদী পশুর উপর জাকাতের বিধান প্রযোজ্য হবে না।
মিশকাত হা.নং-১৭৯৯

হযরত আলী রাযি. থেকে বর্ণিত,তিনি (রাসূলুল্লাহ সসা. থেকে জেনে)বলেন,
- عن عليِّ بن أبي طالب رَضِيَ اللهُ عنه، قال: (ليس في البَقَرِ العوامِلِ صدقةٌ)
হালচাষ ইত্যাদি কাজে  ব্যবহৃত গরুর উপর যাকাত আসবে না।
(আবু-দাউদ)
( وليس في العوامل والحوامل والعلوفة صدقة ) خلافا لمالك . له ظواهر النصوص . ولنا قوله عليه الصلاة والسلام { ليس في الحوامل والعوامل ولا في البقر المثيرة صدقة } ، ولأن السبب هو المال النامي-
(فتح القدير،كتاب الزكاة،،باب صدقة السوائم،فصل ليس في الفصلان والحملان والعجاجيل صدقة)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/426

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেশিনের যাকাত আসে না। তবে মেশনিকে ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হলে, তখন ব্যবসার মাল হিসেবে যাকাত আসবে। সার্ভিস নেয়ার উদ্দেশ্যে মেশিন ক্রয় করা হলে, সেই মেশিনে যাকাত আসবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
আসসালামু আলাইকুম উস্তাদ।
ব্যবসার মালামালে তো যাকাত আসে। তাহলে এটা যেহেতু কিনে কয়েকদিন পর বিক্রি করে দিবে।  ভাড়ায় খাটানোর জন্য না। তাহলে কি যাকাত আসবে না?
by (653,130 points)
ব্যবসার উদ্দেশ্যে মেশিন ক্রয় করা হলে, সেই মেশিনে যাকাত আসবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...