ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আলী রাযি থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সা. বলেন,
وليسَ علي العواملِ شيء
হালচাষসহ যাবতীয় কাজে ব্যবহৃত গবাদী পশুর উপর জাকাতের বিধান প্রযোজ্য হবে না।
মিশকাত হা.নং-১৭৯৯
হযরত আলী রাযি. থেকে বর্ণিত,তিনি (রাসূলুল্লাহ সসা. থেকে জেনে)বলেন,
- عن عليِّ بن أبي طالب رَضِيَ اللهُ عنه، قال: (ليس في البَقَرِ العوامِلِ صدقةٌ)
হালচাষ ইত্যাদি কাজে ব্যবহৃত গরুর উপর যাকাত আসবে না।
(আবু-দাউদ)
( وليس في العوامل والحوامل والعلوفة صدقة ) خلافا لمالك . له ظواهر النصوص . ولنا قوله عليه الصلاة والسلام { ليس في الحوامل والعوامل ولا في البقر المثيرة صدقة } ، ولأن السبب هو المال النامي-
(فتح القدير،كتاب الزكاة،،باب صدقة السوائم،فصل ليس في الفصلان والحملان والعجاجيل صدقة)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/426
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেশিনের যাকাত আসে না। সুতরাং যখন আপনারা মেশিন বিক্রয় করে নিজের প্রাপ্য অংশ নিবেন, তখন সেটার উপর যাকাত আসবে যদি নেসাব পরিমাণ টাকা আপনার হাতে তখন থাকে।