আসসালামু আলাইকুম,
একজন হেল্পিং হ্যান্ড মহিলা, যার তেমন কোনো সম্পদ নেয়, ছোট একটা ছেলে আছে শুধুমাত্র। কিন্তু তিনি মানুষের বাসায় কাজের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার টাকা জমিয়েছে ১ বছর হলো।
প্রশ্ন ১- এখন কি তাকে সেই টাকা থেকে যাকাত দিতে হবে? তার জন্য যাকাত দেওয়া কি ফরয?
প্রশ্ন ২- এবং একই সাথে তিনি যেহেতু নিম্ন আয়ের অসহায় একজন মানুষ, তিনি কি কারো কাছে যাকাত নিতে পারবেন? বা আমরা কি তাকে যাকাত দিতে পারবো?
অনেকের কাছে জানতে চেয়েছি, একেকজন একেক কথা বলেছে, সঠিক টা জানতে চাচ্ছি, সহজ ভাবে বুঝিয়ে বললে অনেক উপকার হয়।
জাযাকাল্লাহু খইরন।