আমি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে কর্মচারী পর্যায়ে (কম্পিউটার অপারেটর পদে) চাকরি করি,,,বর্তমানে আমি নির্বাহী পরিচালক এর পিএস হিসাবে দায়িত্ব পালন করছি,,,এটা একটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,,,এই প্রতিষ্ঠান বাংলাদেশের বীমা খাত নিয়ন্ত্রণ করে (বাংলাদেশ ব্যাংক যেমন বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে),,, কিন্তু এই প্রতিষ্ঠান কাউকে ঋণ দেয় না বা সুদের সাথে সম্পৃক্ত না,,,প্রতিষ্ঠানের কাজ নিম্নরূপ :
১) দেশের সকল সরকারি বেসরকারি বীমা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা
২) গ্রাহক এর টাকা উঠিয়ে দিতে সাহায্য করা
৩) নতুন বীমা কোম্পানি খোলার অনুমোদন
৪) যেকোনো বীমা কোম্পানির শাখা অফিস খোলার অনুমোদন
এখান থেকে প্রাপ্ত রিজিক আমার জন্য কি হালাল হবে নাকি হারাম,,,?আমি আমার রিজিক নিয়ে দ্বিধায় আছি,,,