আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।আমার বাচ্চার বয়স ১০মাস।আমার স্বামী একজন ব্যবসায়ী,, সকালে দোকানে যায়,রাতে বাসায় ফেরে।বিকালে বাসার বাইরে বাচ্চারা খেলাধুলা করে এসব শব্দ শুনে আমার বাচ্চাও বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করে।আমি কি খাস পর্দা করে ওকে নিয়ে বাইরে যেতে পারব কিছুটা হাটাহাটি করার জন্য?খাস পর্দা করে বের হলেও কন্ঠের আওরাহ মাঝেমধ্যে ছুটে যায় বাচ্চার সাথে কথা বলার জন্য কিংবা চোখ অনেক সময় গাইরে মাহরাম এর দিকে অনিচ্ছায় চলে যায় ।আল্লাহ তো নারীকে জরুরত ছাড়া বাইরে যেতে নিষেধ করেছেন,,এমতাবস্থায় বাচ্চাকে নিয়ে বিকালে বের হওয়াটা শরীয়তের দৃষ্টিতে কেমন?
২.বাচ্চার বাবা বাচ্চার জন্য বিভিন্ন ছবিওয়ালা বই বাসায় এনেছে।এগুলো কি ওকে দেখানো যাবে?(এছাড়া আলমারীতে রাখা হয়)
৩.উস্তাদ,,আমি আইওএম এর ত্বলিবাহ।আমার বাচ্চার নাম উমার।আমি উমার (রা:) কে বিস্তারিত জানতে পারব এমন কিছু কিতাবের নাম জানতে চাচ্ছি।পূর্বের সালাফ,সালফে সালেহীন,ইমামদের মায়েরা কেমন ছিলেন,তাদের তারিবিয়াহ কেমন ছিল,,এই বিষয়ে কোনো কিতাবের নাম জানলেও অনেক উপকৃত হতাম।