কালকে ইফতারের পরে দেখলাম আমার গোলাপি রঙের হয়তো হায়েজ হচ্ছে।
পরবর্তীতে একটু একটু দেখা গেলেও। সাহারিতে উঠে দেখতে পাইনি।
তাই আর রোজার নিয়ত করিনি ভেবেছিলাম হায়েজ হচ্ছে বা হবে।
এখন আজকে সকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সাদা স্রাব বের হচ্ছে।
এমতাবস্থায় আমি কি নামাজ পড়তে পারবো অথবা রোজা রাখতে পারবো?
আর ১৭,১৮ তারিখ আমার হায়েজ এর তারিখ।