আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (33 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
যাকাত বিষয়ে নিম্নোক্ত সংশয়ে পড়েছি:

১.আমার ঋণগ্রস্থ আত্মীয় আছে,আমি জেনেছি ফরজ নফল যেকোনো সাদাকাহ অভাবী আত্মীয় থাকলে তাদের দেওয়াই উত্তম এবং অনেক আলেম নাকি বলেছেন আত্মীয় হকদার থাকলে তাকে না দিয়ে অন্য কোথাও দিলে আদায় ই হবেনা। কিন্তু সমস্যা হলো তারা সুদি লোন নিয়েছে এবং তারা তাওবা করে ফিরে এসেছে বা সুদের কারবারে জড়িত হওয়ার জন্য অনুতপ্ত এমন কোনো আলামত ও নেই।তাদের লাখ লাখ টাকা ঋণ,আমাদের অল্প কয়েকটা যাকাতের টাকায় তাদের ঋণ পরিশোধ হবে না।এখন আমরা যদি এই নিয়তে তাকে যাকাতের টাকা দেই যাতে যাকাতের টাকায় ঈদে ভালো মন্দ খাবার ও পোশাকের ব্যবস্থা হয় তাহলে কি দেওয়া জায়েজ হবে?বি:দ্র: তাদের অনেক জায়গা সম্পত্তি আছে  এবং আমরাই তাদের তুলনায় অনেক গরিব।কিন্তু বর্তমানে তাদের নগদ উপার্জনের অভাব এবং ঋনের কারনে তারা কষ্টে আছেন।

২.যদি উপরোক্ত আত্মীয়কে যাকাত দেওয়া ঠিক না হয় সেক্ষেত্রে আমি যদি এমন কোনো সংস্থায় যাকাত দেই যারা আস্থাভাজন এবং যাকাতের টাকায় প্রকৃত  অভাবী লোকদের স্থায়ীভাবে সাবলম্বী করার কাজ করে তাহলে আমি ব্যক্তিগত ভাবে কাউকে না দিয়ে উক্ত সংস্থায় দেওয়া কি বেশি উত্তম হবে?

جزاك الله خيرا

1 Answer

0 votes
by (604,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/71830/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)

কে যাকাত খেতে পারবে?

وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.

অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।
(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) 

যে ব্যাক্তি নেসাব পরিমান সম্পদের মালিক নন,সেই ব্যাক্তি শরীয়তের পরিভাষায় ধনী নয়,সে ফকির।
সুতরাং সেই ব্যাক্তিকে যাকাত দেয়া যাবে।

আরো জানুনঃ- 

الفتاوى الهندية (ج:1، ص:190، ط: دار الفكر):

"والأفضل في الزكاة والفطر والنذر، الصرف أولًا إلى الإخوة والأخوات ثم إلى أولادهم ثم إلى الأعمام والعمات ثم إلى أولادهم ثم إلى الأخوال والخالات ثم إلى أولادهم ثم إلى ذوي الأرحام ثم إلى الجيران ثم إلى أهل حرفته ثم إلى أهل مصره أو قريته، كذا في السراج الوهاج."

সারমর্মঃ-
যাকাত,সদকায়ে ফিতির এবং মান্নতের ক্ষেত্রে সর্বপ্রথম ভাই এবং বোনকে দেয়া উত্তম, অতঃপর ভাই এবং বোনের সন্তানদেরকে দেওয়া উত্তম অতঃপর চাচা
ফুপি অতঃপর তাদের সন্তানাদি অতঃপর খালা মামা অতঃপর তাদের সন্তানাদি অতঃপর অন্য অন্য আত্মীয়-স্বজন অতঃপর নিজের প্রতিবেশী।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار ) (ج:2، ص:346، ط: دار الفكر-بيروت):

 وقيد بالولاد لجوازه لبقية الأقارب كالإخوة والأعمام والأخوال الفقراء بل هم أولى؛ لأنه صلة وصدقة."
সারমর্মঃ-
যাকাত নিজের ভাই বোন চাচা ফুপি খালা মামাদের দেওয়া উত্তম কেননা এতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয় পাশাপাশি সদকার ও হয়।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নের বিবরন মতে তাদেরকে যাকাতের টাকা দেয়া যাবে।

কোন কোন আত্মীয়কে যাকাত দেয়া যায়না,এ সংক্রান্ত জানুনঃ- 

(০২)
যাকাত গ্রহনের উপযুক্ত আত্মীয়দের দেয়াই উত্তম হবে।
এমন আত্মীয় না থাকলে সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত সংস্থায় যাকাতের টাকা দেয়া উত্তম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...