আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
যাকাত বিষয়ে নিম্নোক্ত সংশয়ে পড়েছি:
১.আমার ঋণগ্রস্থ আত্মীয় আছে,আমি জেনেছি ফরজ নফল যেকোনো সাদাকাহ অভাবী আত্মীয় থাকলে তাদের দেওয়াই উত্তম এবং অনেক আলেম নাকি বলেছেন আত্মীয় হকদার থাকলে তাকে না দিয়ে অন্য কোথাও দিলে আদায় ই হবেনা। কিন্তু সমস্যা হলো তারা সুদি লোন নিয়েছে এবং তারা তাওবা করে ফিরে এসেছে বা সুদের কারবারে জড়িত হওয়ার জন্য অনুতপ্ত এমন কোনো আলামত ও নেই।তাদের লাখ লাখ টাকা ঋণ,আমাদের অল্প কয়েকটা যাকাতের টাকায় তাদের ঋণ পরিশোধ হবে না।এখন আমরা যদি এই নিয়তে তাকে যাকাতের টাকা দেই যাতে যাকাতের টাকায় ঈদে ভালো মন্দ খাবার ও পোশাকের ব্যবস্থা হয় তাহলে কি দেওয়া জায়েজ হবে?বি:দ্র: তাদের অনেক জায়গা সম্পত্তি আছে এবং আমরাই তাদের তুলনায় অনেক গরিব।কিন্তু বর্তমানে তাদের নগদ উপার্জনের অভাব এবং ঋনের কারনে তারা কষ্টে আছেন।
২.যদি উপরোক্ত আত্মীয়কে যাকাত দেওয়া ঠিক না হয় সেক্ষেত্রে আমি যদি এমন কোনো সংস্থায় যাকাত দেই যারা আস্থাভাজন এবং যাকাতের টাকায় প্রকৃত অভাবী লোকদের স্থায়ীভাবে সাবলম্বী করার কাজ করে তাহলে আমি ব্যক্তিগত ভাবে কাউকে না দিয়ে উক্ত সংস্থায় দেওয়া কি বেশি উত্তম হবে?
جزاك الله خيرا