জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো কাহারো সম্পদ তার সন্তুষ্টি ব্যাতিত ব্যবহার করা জায়েজ হবেনা।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَ لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا ﴿۲۹﴾
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না; কিন্তু তোমরা পরস্পর রাযী হয়ে ব্যবসা করা বৈধ এবং নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
(সুরা নিসা ২৯)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِىْ شُعَبِ الْإِيْمَانِ وَالدَّارَقُطْنِىِّ فِى الْمُجْتَبٰى
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4 / 337):
"وشرعاً (حبس العين على) حكم (ملك الواقف والتصدق بالمنفعة)
فتاوی عالمگیری :
”متولي المسجد لیس له أن یحمل سراج المسجد إلی بیته وله أن یحمله من البیت إلی المسجد“، کذا في فتاوی قاضي خان اهـ‘‘. ( ۲:۴۶۲ مطبوعہ مکتبہ زکریا دیوبند)
সারমর্মঃ-
মসজিদের মোতাওয়াল্লীর জন্য জায়েজ নেই যে সে মসজিদের বাতি বহন করে তার বাসায় নিয়ে যাবে। তবে তার বাসা হতে বহন করে মসজিদের দিকে নিয়ে আসতে পারবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
মসজিদের টিস্যু পকেটে করে নিয়ে ব্যাক্তিগত প্রয়োজনে মসজিদের এলাকার বাইরে নিয়ে এসে করা ব্যাবহার জাযেজ হবেনা।
ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান (সরকারী বা বেসরকারি উভয় ক্ষেত্রে) টিস্যু প্রতিষ্ঠানের সীমানার বাইরে ব্যাক্তিগত প্রয়োজনে ব্যাবহার করা যাবে। হ্যাঁ যদি এতে সেই ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি থাকে,তাহলে জায়েজ হবে।