আমার আগামী সপ্তাহে ভার্সিটি এক্সাম। অনেক পড়া তাই ভাবছিলাম রমযান যেহেতু তাই তারাবি পডে রাতে তাডাতাডি ঘুমাই যাব ফযরের পর পড়তে বসবো কিন্তু আমি পারছি না ঠিকই দেরি হয় ঘুমাতে আর সেহরি করে ফযর পড়ে ঘুম আসলে আবার ঘুম চলে যাই,,,, এভাবে ট্রাই করতে করতে আমি অনেক সময় হারায় ফেলছি আর পড়াও হলো না রমযানের বেশিদিনই। আর তাছাড়া শুনেছি তাহাজ্জুদ ঘুম থেকে উঠে পড়াই উত্তম। তাই তাহাজ্জুদ পাওয়ার জন্য আর রাতের বাকি অংশ জেগে পড়ালেখা না করে ঘুমাই যাই। এখন প্রশ্ন হল :
১) আমি কি রাত জেগে পড়ালেখা করে একেবারে ফযর পডে ঘুমাবো (এক্সাম পর্যন্ত) ???
২) আমার তাহাজ্জুদ কি উত্তমটা হবে, যদি ঘুম থেকে না উঠে পড়ি???
৩) তাছাড়া রমজান উপলক্ষে রাত জেগে ইবাদত করে ফযরের পর ঘুমানো যাই??
তারপর দিনের বেশির ভাগ অংশ ঘুম হলে সমস্যা, সেটা এক্সাম /রমজানের ইবাদাতের জন্য যেটার জন্যই হোক না কেন???