আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাজ।
আমার জন্য একটি বিয়ের প্রস্তাব এসেছে, এজন্য ইস্তেখারা করবো। এবং আমি একটি প্রতিষ্ঠানে আরবি ভাষা শেখার জন্য ভর্তি হতে চাই, এ বিষয়ের জন্যও ইস্তেখারা করবো।
এখন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়ের জন্য কি আমার একবার (দুই রাকাআত) সলাত আদায় করে দু'আর ক্ষেত্রে দুটো বিষয়ের কথা চিন্তা করে দু'আ করলেই হবে? না-কি দুটো বিষয়ের জন্য আলাদা আলাদা (দুই রাকাআত করে চার রাকাআত) সলাত আদায় করতে হবে?