জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
সুর্যাস্থ পর্যন্ত রোযা রাখতে হবে।
এ মর্মে সুরা বাকারার ১৮৭ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اُحِلَّ لَکُمۡ لَیۡلَۃَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآئِکُمۡ ؕ هُنَّ لِبَاسٌ لَّکُمۡ وَ اَنۡتُمۡ لِبَاسٌ لَّهُنَّ ؕ عَلِمَ اللّٰهُ اَنَّکُمۡ کُنۡتُمۡ تَخۡتَانُوۡنَ اَنۡفُسَکُمۡ فَتَابَ عَلَیۡکُمۡ وَ عَفَا عَنۡکُمۡ ۚ فَالۡـٰٔنَ بَاشِرُوۡهُنَّ وَ ابۡتَغُوۡا مَا کَتَبَ اللّٰهُ لَکُمۡ ۪ وَ کُلُوۡا وَ اشۡرَبُوۡا حَتّٰی یَتَبَیَّنَ لَکُمُ الۡخَیۡطُ الۡاَبۡیَضُ مِنَ الۡخَیۡطِ الۡاَسۡوَدِ مِنَ الۡفَجۡرِ۪ ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیۡلِ ۚ وَ لَا تُبَاشِرُوۡهُنَّ وَ اَنۡتُمۡ عٰکِفُوۡنَ ۙ فِی الۡمَسٰجِدِ ؕ تِلۡکَ حُدُوۡدُ اللّٰهِ فَلَا تَقۡرَبُوۡهَا ؕ کَذٰلِکَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۸۷﴾
সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবূল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে।
.
এখানে বলা হয়েছে যে তোমরা রাত তথা সুর্যাস্থ পর্যন্ত রোযা পূর্ণ করো।
★আপনি গুগলে সার্চ দিয়ে ইসলামি ফাউন্ডেশনের ক্যালেন্ডার থেকে আপনার এলাকার/আপনার জেলার ইফতারীর টাইম দেখে ইফতারী করবেন।
বা বাজার থেকে আপনার জেলার জন্য প্রযোজ্য এমন একটি ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার ক্রয় করে নিয়ে আসবেন।
,
অগ্রহণযোগ্য কোনো টাইম মেনে ইফতারী করবেননা।
ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের তত্তাবধানে লিখিত হয়েছে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত এপ্স আমার জানামতে অনেকটা নির্ভরযোগ্য আলহামদুলিল্লাহ।
তদুপরি চেক করে দেখলাম যে ইসলামীক ফাউন্ডেশন এর প্রনয়ণ করা স্থায়ী ক্যালেন্ডার এর আজকের ইফতারের টাইম ২ মিনিট কম দেয়া আছে।
তবে সেটি সতর্কতা অবলম্বন করে ইসলামীক ফাউন্ডেশন এর প্রনয়ণ করা স্থায়ী ক্যালেন্ডারে ২ মিনিট হাতে রেখে দেয়া হয়েছে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে মসজিদের আযান ফলো করা যাবেনা।
বরং উক্ত এপ্স ফলো করে সাহরী ইফতার করবেন। বরং হাতে রাখা সেই ২ মিনিট যোগ করে ঐ app থেকেও আরো ২ মিনিট পর ইফতার করার পরামর্শ থাকবে।
সবচেয়ে ভালো হয়,বাজার থেকে আপনার জেলার জন্য প্রযোজ্য এমন একটি ইসলামীক ফাউন্ডেশনের ক্যালেন্ডার ক্রয় করে নিয়ে আসবেন।
(০২)
ইফতারের আগে দোয়া করতে হয়।
এ সংক্রান্ত জানুনঃ-
(০৩)
আপনি যেহেতু বুঝতে পেরেছেন যে লিক হয়েছে, সুতরাং শরীরে লাগার মতো সম্ভাব্য স্থানগুলি পাক করে নিবেন,কাপড়ে লাগার মতো সম্ভাব্য কাপড় গুলি পাক করে নিবেন।
মাথার চুলে লাগার সম্ভাবনা থাকলে চুলও ধৌত করবেন।
এক্ষেত্রে বুঝার উপায় হলো আপনি লক্ষ্য করবেন, কাপড়, শরীর,চুল সম্ভাব্য যত স্থান রয়েছে,সেখানে পেশাবের চিহ্ন বা গন্ধ আছে কিনা।
যেখানেই গন্ধ পাবেন,সেটিই পাক করবেন।
গন্ধ না পেলে পাক করতে হবেনা।