https://ifatwa.info/114472/,হুজুর আমি যত টুকু পেরেছি বুজাইয়া বলার চেষ্টা করেছি প্রশ্নটা বড় হওয়ায় কিছুটা বেগ পেতে হয়েছে আমি আর কিভাবে লেখবো বুজতাছিনা কারন তো বল্লামি আমি যতটুকু পারছি বুজিয়ে লেখেছি। এবং আপনাদের জবাব অনুপাতে ও কিছুটা বলেছি তাই আবারো আমার প্রশ্নটা এবং প্রশ্নের মধ্যের কমেন্ট ও দেখবেন।
এবং সহজ প্রশ্ন করি তা হলো যদি বুজতে অসুবিধা হয় আপনাদের জবাব অনুযায়ী ফোন টা ব্যবহার করা জায়েজ হবে না তো আমার প্রশ্ন হচ্ছে আমি ফোন যতদিন ব্যবহার করবো আমার গুনাহ হবে কি তাই ⁉️ আমাকে তো ব্যবহার করতেই হবে যেহেতু ফোন কিনে ফেলেছি এমন না যে আমার অতিরিক্ত ফোন আছে সেইটা ব্যবহার করবো তো আমি যদি আস্তে আস্তে বা যেহেতু বলছি বাসায় টাকা পরিশোধ করে দিব তো আমার মা কে টাকা পরিশোধ করে দিলে তো আমার মা ওনাদের তাহলে ওনাদের টাকা ও যেমনে ইচ্ছা দেওয়ার দিয়ে দিবে বা যেহেতু এখন অনার কাছে আছে জমা তেমন করেই জমা করে রাখবেন যখন অনাদের মানে দুলাভাই এর বোন/বোন এর জামাইকে বা ভাড়াটিয়া দের যদি দিতে হয় দিয়ে দিবে সেইটা তো আমার দেখার বিষয় না,আমাকে যতটুকু টাকা দিয়েছে বাসা থেকে এবং দুলাভাই এর বোন এর স্বামী আসল মালিক আগেই বলেছি সেইটা কারন টাকা তো ওনার এবং flat registered ও ওনার নামে তো দুলাভাই এর বোন বা ওনার স্বামীরি বলি কথা তো সেম তাইনা তো আমাকে অনাদের যতটাকা দিয়েছে আমার মা বাসা থেকে আমি যদি সেইটা পুরোপুরি শোধ করে দি তাহলে তো আমার ফোন ব্যবহার করা ও সম্পুর্ণ জায়েজ হয়ে যাবে ⁉️এইখানে আশা করি কোন জায়েজ না হওয়ার কারন আমি দেখছি না। আল্লাহর ওয়াস্তে এই পেরেশানি দূর করেন উস্তাদ রা আপনারাই ভরশা আছেন এখন। আমাকে সহজ পথ দেখান কঠিন মনে হচ্ছে।
আরেকটা প্রশ্ন; হুজুর আমি travel agency তে জব করি আমার দুলাভাই এর অফিসে তো দুলাভাই ঈদ এ আমাদের ঈদ বোনাস দেই এই বোনাস এর টাকা টা তো আমার জন্য জায়েজ⁉️ যেহেতু বল্লামি এই মাস ঈদ এর বোনাস পাবো তো এই বোনাস থেকে কিছু টাকা বাসায় দিবো মানে ফোন এর জন্য যে টাকা নিয়েছি যত টাকা নিয়েছি আমার মা এর থেকে তো তার মধ্যে কিছু টাকা দিবো যতটাকা ধার নিয়েছি (দুলাভাই এর বোন/বোন এর স্বামীর flat এর টাকা সহ) তাহলে তার মধ্যে থেকে দিয়ে আমার থেকে যত টাকা পাই আমার মা তার কিছুটা পরিমাণ ও কমে যাবে যত টাকা পাই তা থেকে আশা করি বুজেছেন।