আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
42 views
in সাওম (Fasting) by (4 points)
edited by
1./Amr kache pura kaffara deuar moto tk nai ja ache saitai gorib attio ar gorib kau k jodi rojar moddhe dan kori ar baki jai tk kaffarar hoy saita jodi kurbani eid e age tk hole dai tahole ki amr kaffara deua hobe?

2/Ar ai kaffara ar tk dile ki kono chuwab er asha korte pari?
3/Rojar shesh er10din ki dan kora valo naki jekono time deua jabe rojar moddhe?

4/Keu jodi confusion e thake ja Allah kache kivabe chabe kivabe bolbe ba she jodi thik moto bolte na pare Allah kache tar ki dorkar, sai khetre ki tar dua kobul hobe? She jokhon kicu chay tokhon jodi bole Allah amk aitar towfik dau ba dan koro amk aivabe chaile hobe naki bolte hobe Allah tumi amk aita dia dau aivabe sora sori chaite hobe?

5/ rojar shesh 10 din jodi hayej hoy er jonne quran na porte pari tar karone jodi ami besi besi quran suni tahole ki eki souab ba ekki fojilot upokrita pabo jaita ami quran porle petam, ar aita ki onno onno khetre projojo hobe, jemon jokhon amr hayaj nai tokhon jodi suni tahole ki eki upokarita chowab fojilot pabo ki?

1 Answer

0 votes
by (632,880 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি বালিগ হওয়ার বৎসর বয়স থেকে যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযা আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন।কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই। আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন।যেমন আপনি সহবাসের মাধ্যমে একটি ভেঙ্গেছেন।এ রোযার কাফফারা আপনাকে আদায় করতে হবে।

কা'যা রোযা সমূহের কয়টি কাফ্ফারা আদায় করতে হবে? ছুটে যাওয়া প্রত্যেকটি রোযার জন্য কি পৃথক পৃথক কাফ্ফারা আদায় করতে হবে?নাকি সবগুলোর জন্য একটি কাফ্ফারাই যথেষ্ট হবে?
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/102


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একসাথে দিয়ে দেয়াই উত্তম। সুতরাং সম্পূর্ণ কাফফারা ঈদের পরেই একসাথে দিবেন।
(২) সওযাবের নিয়ত করা যাবে। 
(৩) রমজানের যেকোনো তারিখে দান করতে পারবেন। হ্যা, শেষ দশ রমজানে দান করাই উত্তম।
(৪) আল্লাহর কাছে এভাবে চাইবে, আল্লাহ অমুক জিনিষ আমার জন্য কল্যাণকর হলে, সেটা আমাকে দান করো। অথবা এটাও বলা যেতে পারে, অমুক অমুক জিনিষ আমাকে দাও।
(৫) জ্বী, কুরআন শুনলে আপনি সওয়াব পাবেন।তবে হায়েয না থাকলে তখন তিলাওয়াত করার মধ্যেই বেশী সওয়াব ও ফযিলত। ভালোভাবে তিলাওয়াত না জানলেও শ্রবণের মধ্যেই বেশী সওয়াব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
এই টাকাটা কি কোন মাদ্রাসায় যেখানে এতিম ছাত্ররাও পড়ে,, সেখানে দান করা যাবে?নাকি নির্দিষ্ট করে একজন মানুষকেই দিতে হবে অথবা ৬০ জনকে একদিনে খাওয়াতে হবে?
by (632,880 points)
গরীদেরকে দিতে হবে যাদের উপর যাকাত ফরয হয় নাই। ৬০ জনকেই দিতে হবে। অথবা একজনকে ষাট দিনে দিতে হবে।  

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...