আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
46 views
in ওয়াসওয়াসা by (4 points)
আসসালামুয়ালাইকুম হুজুর আমার কিছু পশ্নের সমাধান করে দিন প্লিজ।                                     (১) একদিন আমার স্ত্রী আমাকে মোজা করে বলছিল যে আমাকে তুমি যদি ঠিক মত ভালো না বাসো তাহলে আমি অন্য জনের সঙ্গে পাইলে যাবো। তখন আমি ও মজা করে বলেছি যে তাহলে আমাকে ও আর একটা ধরতে হবে। এটা বলে আমি ভয় পেয়ে গেলাম যে এটা কি কেনায় শব্ধ কিন্তু আমার তো তালাকের কোনো নিয়ত নাই। আবার নিজের কাছে নিজে প্রশ্ন করছি যে আমি কি এই কথাটা তালাকের উদ্যেশ্য করে বললাম। আবার আমি নিজের কাছে বলছি যে নাতো আমার তো তালাকের নিয়ত নেই আমাদের তো ঝগড়া নেই আমরা তো খুব সুখে আছি। তো হুজুর এতে কি তালাক হবে।              (২) হুজুর একদিন আমি মোবাইলে কিছু পড়ছিলাম তখন আমার সামনে তিন শব্ধ দ্বারা কোনো লেখা আসে আমি তখন অচেতন ভাবে মনে মনে তিন তালাক বললাম যেনো আমার ইচ্ছার বিরুদ্ধে আমার মণের মধ্যে তিন তালাক কথাটা বোলেফেললাম আমার স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই তালাক দেবার ও কোনো নিয়ত নেই এবং আমি শব্ধ করে উচ্চারণ করিনি এতে কি তালাক হবে।                              (৩) হুজুর আমি একা ছিলাম আর কেউ ছিলনা তো আমি এটা মনে মনে বললাম নাকি মুখে উচ্চারণ করে বললাম যে আমি যদি ঈদের আগে pf এর টাকা না পাই তাহলে আমার বউ তালাক আমি যতটা বেশি নিশ্চিৎ যে এই শর্ত তালাক টা আমি মুখে উচ্চারণ করে দিইনি কিন্ত আমার মণের ভিতর কেমন যেন হচ্ছে যে আমি কি উচ্চারণ করে শর্ত তালাক টা দিয়েছি এখন আমি নিশ্চিৎ হতে পারছি না খালি সন্দেহ হচ্ছে যে শর্ত তালাক দিলাম নাকি দিইনি এর সমাধান কি হবে।                                                             (৪) হুজুর আমি একটি ক্রিকেট ম্যাচের হাইলাইট দেখছিলাম তো ম্যাচ টা on korar আগে আমি আমার কাছে বলে নিয়েছি যে এই ম্যাচ দেখার ক্ষেত্রে আমার কোনো শর্ত নেই মানে তালাকের শর্ত আরকি কিন্ত ম্যাচ শুরু হবার একটু পরে আমার কিচ্ছু প্লেয়ারের ক্ষেত্রে যেনো মনে হলো যে আমি যেনো শর্ত তালাক দিলাম যদি আমি মুখে উচ্চারণ করে ওই প্লেয়ারের ক্ষেত্রে শর্ত তালাক দিয়ে থাকি তাহলে তালাক হবে এমন শর্ত পাওয়া গেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমি শর্ত তালাক দেবার কোনো নিয়ত নেই এবং আমি মুখে উচ্চারণ করে শর্ত তালাক রেখেছি কি আমি নিশ্চিৎ হতে পারছি না আর শর্ত তালাকের ক্ষেত্রে আমি বল প্রয়োগ করেছি বলে আমার মনে পড়ছে না কারণ আমি আমার স্ত্রীর সঙ্গে খুব ভালো আছি তাহলে আমি কেনো তালাক দেবো। তো এতে কি তালাক হবে।                                                 (৫) হুযুর আমি আপনাদের কাছে মাসআলা নেবার জন্য প্রশ্ন পাইটিছি তার উওর এখন আমার কাছে আসেনি তো আমি আমার নিজের কাছে বলছি যে হুজুর যদি বলো আপনার স্ত্রী তালাক হয়েগেছে তাহলে কি হবে। তো হুজুর এমন বলা বা ভাবার জন্য আমাদের সম্পর্ক কোনো প্রভাব পড়বে কি হুজুর।

1 Answer

0 votes
by (640,500 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলমানকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনের মধ্যে আসা কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলম-জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা করা না হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে, ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাস'আলা মাসায়েল বা ফাতাওয়া অধ্যায়ের প্রশ্ন-উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে।
বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না ।
এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপর ভরসা রেখে বলছি, যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন।
আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। আল্লাহ তা'আলা  আমাদেরকে সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুক।আমীন।চুম্মা আমীন। https://courses.iom.edu.bd/courses/waswasa

বিঃদ্র
ওয়াসওয়াসা কোর্স সম্পন্ন করার পর অফিস থেকে একটি কোড দেয়া হবে, সেই কোড উল্লেখ পূর্বক পোষ্ট করতে হবে।নতুবা ওয়াসওয়াসা রোগীদের কোনো প্রশ্নের জবাব দেয়া হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...