ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বর্তমান পালনীয় পদ্ধতিঃ
বর্তমানে কোন পদ্ধতিকে অনুসরণ করা হবে বা পালনীয় সিদ্ধান্ত কি?
এ সম্পর্কে মুফতিয়ানে কিরামগণ নিম্নোক্ত সিদ্ধান্ত দিয়ে থাকেন........
"এরকম অসুস্থ ব্যক্তিবর্গ ম্যানথল জাতীয় ঔষধ ব্যবহারসহ সাওম চালিয়ে যাবেন।তবে সতর্কতাবশত পরবর্তিতে যখন সুস্থ হবেন,তখন ছুটে যাওয়া সাওম সমূহকে ক্বাযা করে নিবেন।যদি সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তৎক্ষনাৎ ফিদয়া আদায় করে নিবেন।"
দ্রষ্টব্যঃ
শামি-৩/৩৬৬।
মারাকিল ফালাহ-৫৬৬।
কিতাবুন-নাওয়াযিল-৬/৩৮৬।
কিতাবুল ফাতাওয়া-৩/৩৯১।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাকে ড্রপ দিলে সেটা গিয়ে পেঠে পৌছে কি না? এ নিয়ে ডাক্তারদের মতবিরোধ থাকার কারণে ফুকাহায়ে কেরামদের মধ্যেও একথার উপর মতবিরোধ হয়েছে যে,
রোজা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করলে রোযা নষ্ট হবে কি না? সতর্কতামূলক পদ্ধতি হল, যথাসম্ভব ড্রপকে এড়িয়ে যাওয়া। যদি এড়িয়ে যাওয়া সম্ভব না হয়, তাহলে ড্রপ দেয়ার পাশাপাশি ফিদয়া আদায় করে নেয়া।