ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
জবাব,
بسم الله
الرحمن الرحيم
https://ifatwa.info/5855/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, এ প্রশ্নের জবাব বুঝার পূর্বে কয়েকটি প্রশ্নের জবাব
বুঝতে হবে।
(১)ছবি ভাস্কর্যর
বিধান কি?
(২)ভিডিওর
বিধান কি?
(৩)মুর্তি
বানানো ও দেখার বিধান কি?
ছবি ভাস্কর্য
সুস্পষ্ট হারাম।বিস্তারিত জানতে ভিজিট করুন- 2253
লাইভ সম্প্রচার
বা দ্বীনী রেকর্ড ভিডিওর জায়েয।এসম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন- 361 তবে
অযথা ফানি ভিডিও বা মিউজিক ও নারী সম্ভলিত ভিডিও হারামই হবে।
মুর্তি বানানো
নাজায়েয ও হারাম।তবে বানানো মুর্তিকে দেখা নাজায়েয নয়।আবার এটা ভালো ও উত্তম কাজও নয়।
তাই আমরা বলতে
পারি যে,আপনি ইউটিউবে মুর্তি বানানো দেখে ভালো কাজ করেন নি।যদি সেই ভিডিওতে মিউজিক এবং
নারীদৃশ্য না থাকে তাহলে ফিকহের কায়দা অনুযায়ী যদিও নাজায়েয বলা যাচ্ছে না।তবে ভালো
ও উত্তম কাজ হয়নি।অথচ মু'মিন সর্বদাই জবাবদিহিতা মূলক সময়কে অতিবাহিত করে থাকে।যেজন্য প্রত্যেক মু'মিনের উচিৎ সর্বদাই ভালো ও উত্তম কাজ করা। যেমন হাদীসে
এসেছে-
ইবনু মাসউদ
(রাঃ) হতে বর্ণিত আছে,
أن النبي
صلى الله عليه وسلم قال : ( لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ
مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ : عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ
، وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ
أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
কিয়ামাত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগপর্যন্ত আদম সন্তানের পদদ্বয়
আল্লাহ্ তা'আলার নিকট হতে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে,
কিভাবে অতিবাহিত করেছে?
তার যৌবনকাল সম্পর্কে,
কি কাজে তা বিনাশ করেছে;
তার ধন-সম্পদ সম্পর্কে,
কোথা হতে তা উপার্জন করেছে এবং তা
কি কি খাতে খরচ করেছে এবং সে যত টুকু জ্ঞান অর্জন করেছিল সে মুতাবিক কি কি আমল করেছে(সুনানু
তিরমিযি-২৪১৬)
সু-প্রিয় পাঠকবর্গ
ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি আপনি মুর্তি
বানানোর প্রশিক্ষণ গ্রহণের নিয়তে উক্ত ভিডিও না দেখে থাকেন,তাহলে আপনার গোনাহ হবে না।হ্যা আপনি যদি উক্ত ভিডিও
দেখে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকেন,তাহলে বুঝতে হবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে।তাই এরকম ভিডিও
আর কখনো দেখবেন না।আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।উত্তম বিনিময় দান করুক।আমীন।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
প্রশ্নেল্লিখিত
ছুরতে আপনার আপনার ঈমান ন্ষ্ট হবে না। তবে এজাতীয় সিনেমা দেখা থেকে বিরত থাকতে
হবে।