ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাজী সাহেবকে যিনি নিয়ে আসবেন, উনিই মূলত ফিস দিবেন। সরকারি ফিস আমাদের সমাজে মূলত স্বামীই দিয়ে থাকেন।
(۱) قاضی کے ”ہدیہ“ سے مراد اگر نکاح خوانی کی اجرت ہے تو یہ اجرت اس شخص پر لازم ہے جو اسے نکاح پڑھانے کے لیے بلائے گا۔واللہ تعالیٰ اعلم
جواب نمبر: 59176
فتوي نمبر: 508-473/Sn=8/1436-U
دارالافتاء،
دارالعلوم دیوبند
যেহেতু লেনদের করার পর সার্ভিস চার্জ গ্রহীতার উপরই আসে, তাই যদি মহর নগদ হয়, তাহলে স্ত্রীরই দেওয়ার কথা। কেননা গ্রহীতার উপরই সার্ভিস চার্জ এসে থাকে। যাইহোক, বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করে নেয়াই উচিত।
في الفتاوي الهندية ج٤،٣٧٢
وَمُؤْنَةُ رَدِّ الْعَارِيَّةِ عَلَى الْمُسْتَعِيرِ الْوَدِيعَةِ عَلَى الْمُودِعِ وَالْمُسْتَأْجَرِ عَلَى الْمُؤَجِّرِ وَالْمَغْصُوبِ عَلَى الْغَاصِبِ وَالْمَرْهُونِ عَلَى الْمُرْتَهِنِ، وَالْأَصْلُ أَنَّ مُؤْنَةَ الرَّدِّ عَلَى مَنْ وَقَعَ لَهُ الْقَبْضُ؛ لِأَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ، كَذَا فِي الْكَافِي