আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (3 points)
আসসালামু আলাইকুম।  বিয়েতে কাবিন বাবদ যে খরচ হয়ে থাকে তথা কাবিন নামা উঠাতে এবং কাজী আনা ওনার খরচ বহন করা এটা কি মেয়ে পক্ষ করবে নাকি ছেলে পক্ষ করবে? বিয়েতে মেয়ে পক্ষের কাজ কি কি থাকবে যদি জানাতেন। এই বিষয় টি জানালে খুশি হবো।

1 Answer

0 votes
by (632,880 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাজী সাহেবকে যিনি নিয়ে আসবেন, উনিই মূলত ফিস দিবেন। সরকারি ফিস আমাদের সমাজে মূলত স্বামীই দিয়ে থাকেন। 

 (۱) قاضی کے ”ہدیہ“ سے مراد اگر نکاح خوانی کی اجرت ہے تو یہ اجرت اس شخص پر لازم ہے جو اسے نکاح پڑھانے کے لیے بلائے گا۔واللہ تعالیٰ اعلم

جواب نمبر: 59176
فتوي نمبر: 508-473/Sn=8/1436-U
دارالافتاء،
دارالعلوم دیوبند

যেহেতু লেনদের করার পর সার্ভিস চার্জ গ্রহীতার উপরই আসে, তাই যদি মহর নগদ হয়, তাহলে স্ত্রীরই দেওয়ার কথা। কেননা গ্রহীতার উপরই সার্ভিস চার্জ এসে থাকে। যাইহোক, বিষয়টা আলোচনার মাধ্যমে সমাধান করে নেয়াই উচিত।
في الفتاوي الهندية ج٤،٣٧٢
وَمُؤْنَةُ رَدِّ الْعَارِيَّةِ عَلَى الْمُسْتَعِيرِ الْوَدِيعَةِ عَلَى الْمُودِعِ وَالْمُسْتَأْجَرِ عَلَى الْمُؤَجِّرِ وَالْمَغْصُوبِ عَلَى الْغَاصِبِ وَالْمَرْهُونِ عَلَى الْمُرْتَهِنِ، وَالْأَصْلُ أَنَّ مُؤْنَةَ الرَّدِّ عَلَى مَنْ وَقَعَ لَهُ الْقَبْضُ؛ لِأَنَّ الْخَرَاجَ بِالضَّمَانِ، كَذَا فِي الْكَافِي


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...