ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত আদায়ের ক্ষেত্রে সোনার বিক্রয়মূল্যই ধর্তব্য। যেই মূল্য আপনি লোকাল দোকানে গেলে পাবেন, সেই হিসাবে যাকাত আদায় করবেন। ফাতাওয়া বোর্ড যেটা নির্ধারণ করে দিয়েছে, সেটার চেয়ে লোকাল দোকানের হিসাব গ্রহণ করাটাই সবচেয়ে বেশী সতর্কতামূলক পদক্ষেপ।
في بدائع الصنائع:
" لأن الواجب الأصلي عندهما هو ربع عشر العين، وإنما له ولاية النقل إلى القيمة يوم الأداء؛ فيعتبر قيمتها يوم الأداء، والصحيح أن هذا مذهب جميع أصحابنا".(2/ 22، كتاب الزكاة، فصل صفة الواجب في أموال التجارة، ط: سعید)