বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
জবাব,
بسم الله
الرحمن الرحيم
সিজদায়ে তিলাওয়াত কুরআন মাজীদের
হক এবং গুরুত্বপূর্ণ ও ফযীলতপূর্ণ একটি ইবাদত। সিজদার আয়াত পাঠের পর নবী কারীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম কতৃর্ক খুবই গুরুত্বের সাথে সিজদা আদায় করার
কথা একাধিক হাদীস শরীফে এসেছে। সহীহ বুখারীর এক বর্ণনায় এসেছে,
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. বলেন—
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ السَّجْدَةَ وَنَحْنُ عِنْدَهُ، فَيَسْجُدُ
وَنَسْجُدُ مَعَهُ، فَنَزْدَحِمُ حَتّٰى مَا يَجِدُ أَحَدُنَا لِجَبْهَتِهِ
مَوْضِعًا يَسْجُدُ عَلَيْهِ.
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের সামনে সিজদার আয়াত তিলাওয়াত করতেন। অতঃপর সিজদা করতেন। আমরাও তাঁর সাথে সিজদা
করতাম। এতো ভিড় হতো যে, আমাদের মাঝে কেউ কেউ সিজদা করার জন্য কপাল রাখার জায়গা পেত না। —সহীহ বুখারী, হাদীস ১০৭৬
সিজদার ফযীলত সম্পর্কে হযরত আবু হুরায়রা
রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
إِذَا قَرَأَ ابْنُ آدَمَ
السَّجْدَةَ فَسَجَدَ اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي، يَقُولُ: يَا وَيْلَهُ -
وَفِي رِوَايَةِ أَبِي كُرَيْبٍ: يَا وَيْلِي - أُمِرَ ابْنُ آدَمَ بِالسُّجُودِ
فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ.
আদম সন্তান যখন সিজদার আয়াত তিলাওয়াত
করে সিজদায় যায়, তখন শয়তান কেঁদে কেঁদে দূরে সরে যায় এবং বলতে থাকে,
দুর্ভাগ্য আমার! আদম সন্তানকে সিজদার জন্য আদেশ করলে সে সিজদা
করে জান্নাত লাভ করল। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলেও আমি সিজদা করতে অস্বীকৃতি
জানালাম; ফলে আমি জাহান্নামী হলাম। —সহীহ মুসলিম,
হাদীস ১৩৩
অবুঝ নাবালেগ ছেলে ও মস্তিষ্কবিকৃত
ব্যক্তি থেকে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে না। তবে শিশু নাবালেগ হলেও বুঝমান
হলে তার কণ্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে। —কিতাবুল আছল ১/২৭২; বাদায়েউস সানায়ে;
১/৪৪০;
রদ্দুল মুহতার ২/১০৭-১০৮
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
১. নাবালেগের
উপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয়। তেমনিভাবে অপবিত্র,
ঋতুবতী ও প্রসূতি নারীদের উপরও ওয়াজিব
নয়। তবে নাবালেগ বাচ্চাদের কে তালীম বা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সাজদায়ে তেলাওয়াত
আদায় করা শিখানো উচিত।
২. ছোটদের ক্ষেত্রে এজাতীয় নাপাকী মার্জনীয়।