আসসালামু আলাইকুম
স্বামীর সাথে কোন ঝগড়া হয়নি, কিন্তু আমার মায়ের কিছু কথায় রাগ করে আমার স্বামী আমাকে কল দিয়ে বলে আমার যেহুতু এত সমস্যা তোমাদের কাছে, আমার সংসার আর তোমার করা লাগবেনা। তোমাদের বাসায় বলো তোমাকে নিয়ে যেতে। তারপর ফোন কেটে দেয়।
যেহুতু আমার সাথে কোন সমস্যা নাই, ঝগড়াও হয়নি তাই আমি ফোনে না পেয়ে ম্যাসেজ দেই, কিন্তু সে ম্যাসেজেও লিখে যে আমরা আর একসাথে থাকবোনা আর তোমার সাথে সংসার ও করবোনা। এটাই লাস্ট কথা বলে দিছি এরপর আর কোন কথা নাই,ম্যাসেজ যেন না দেই আর।
এবং আরো অনেক কথা হয় এবং আমিও রাগ করে বলি ঠিক আছে তাহলে আমি চলে যাব,এবং সে বলে ঠিক আছে যাও। এভাবে রাগারাগি হতে থাকায় আমি রাগ করে বাসা থেকে বের হয়ে যাই,এবং পরে উনি ফিরিয়ে আনেন।
এবং এর আগেও কয়েকবার উনি এই কথা বলেছেন। সামান্য কোন ঝামেলা হলেই বলেন ভাল না লাগলে চলে যাও(স্বামী স্ত্রীর মাঝে টুকটাক ঝামেলা তো হয়ই)
বা কোন অভিযোগ করলেও বলেন, এত কষ্ট করে থাকার দরকার কি চলে যাও। চলে যাও শুনলে আমিওমাঝে মাঝে রাগ করে বলি ঠিক আছে যদি চাও যে চলে যাই তাহলে ব্যবস্থা করো।বললেই তো আর চলে যাওয়া যায়না,যাওয়ার সঠিক ব্যবস্থা করো(তালাকের বিষয় উল্লেখ করিনা কিন্তু এইটা বুঝাতেই বলি)।তখন উনি বলেন কি করা লাগবে? আচ্ছা করব। আর পরে বললে বলে ধুর রাগ করে বলছি, আমি বললেই তুমি চলে যাবা কেন।
আমার স্বামী খুবই ভাল মানুষ আমাদের ঝামেলাও কম হয়,কিন্তু কিছু একটা হলেই চলে যাও উনার এই কথাটাই মানতে পারিনা।এবং আমিও আগে তালাকে কেনায়া সম্পর্কে জানতাম না,জানার পর আর কখনো এগুলা বলিনা। এবং উনাকেও বুঝিয়ে বলেছি।
কিন্তু কখনো তালাক দিলাম বা দিব বা ডিভোর্স এমন কোন শব্দ ইউজ করেনি।তালাকের নিয়তও ছিল না। এতে কি তালাক পতিত হবে? একটা আলোচনায় শুনেছিলাম ইশারায় তালাকের বিষয়ে এইজন্য প্রশ্নটা করা। এই কথাগুলো কি সংসারে কোন প্রভাব ফেলবে?