এক বোন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন, তার লেখা টা হুবহু তুলে দিয়েছি। উনি বিবাহিত, বয়স সতের, স্বামী বিদেশে থাকে।
(আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু আমি বিবাহিত । আমি গত পরশু দিন দেকি৷ যে স্বপনে আমার একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়ে যাবে সবকিছুটু ঠিক তো বিয়ের আগ মুহুতে আমি বলতাছি যে ওই ছেলেটা কি মুসলিম হইচে নয়তো আমি ওকে বিয়ে করব না পরে আমার আম্মু বলতাচে যে তর কথায় কি ওই ছেলে মুসলিম হবে তো পরে আমি বলতাছি তবে ওকে বিয়ে করব না পরে ওই ছেলের ফ্যমেলি আমাকে দৌড় রাাই তাছে তখন আমার হাতে আমার হাসবেন্ডেট দেওয়া ফোন আর ভাবতাছি আমার যদি বিয়ে হয়ে যায় তখন কি উওর দিব ওনাকে তারপর ঘুম ভেঙে যায় আর কিছু বলতে পারিনা
আজকের ঘটনা :
আমি দেখি যে আমার ফ্যমেলি থেকে আমার বিয়ে দিচ্ছে আর আমি রাজিও ছেলেটা মুসলিম। ভালোও তো ফ্যমেলি থেকে বিয়ে দিয়ে দেয় আমি খাতায় সািন দিছে ওই ছেলেটাও দিছে তারপর গাড়িতে উঠি তখন আমি ওই ছেলেকে পশ্ন করি অনেক এই বাংলা বা ইংরেজি
সম্পকে তো ভালো কি বুদ্ধিমান সব কিছুর উওর দিয়ে দিল তারপর আমাকে জিঙ্গাসা করল যে তুমি তো মাদরাসায় পড়ো । তুমি বলে হুজুরের সাথে পদা কর। আমি বললাম যে যেহেতু উনি নন মাহারাম উনার সাথে তো পদা করতে হবে । আর বিয়ের দিন আমার ফুফাতো ভাইয়ের বউরা আমার পিক তুলতে চাচ্ছিলো তো আমি তাদের ছবি তুলতে দেইনি যেহেতু আমার ফুফাতে ভাই আছে ওরে দেখবে তো ওরা রাগ করে অনেক। তো গাড়ি থেকে নেমে ওই ছেলেদের বাড়ি যাইতে মোটামুটি অনেক টুকু জায়গা । বৃষ্টি ছিল ওইদিন তো ওই ছেলে আমার হাত ধরে নিয়ে যাচ্ছিল একটা মাসজিদ পড়ে ওইখানে । আমি বলতাছি চলেন দুইজন দৌড় দেই যেহেতু বৃষ্টি ভালো লাগে আমার। আচ্ছা চলো। পরে দেখলাম মাসজিদ বললাম মাসজিদ আছে একটু পরে দৌড় দেই। মাসজিদে দেখলাম একটা হুুজুর পড়াচ্ছেন চাএদের আর ওইযে একটা খাট থাকেন ওইটা কেমন জানি কবরের মতো লাগতাছিল ফাস্ট এমন খাট দেকলাম৷ তো ওিটা দেখে চলে যাই আর ভাবিনি ওইটা সম্পকে তো ওদের বাড়িতে যাই যাওয়ার পর দেখলাম কেমন জানি ওদের বাড়ি একটু উচুতে বাড়ি কাটের সিড়ি তারপর বাড়ি যাইহোক ওইদিন আমার ওই ছেলের মাকে আমি দেখিনি বললাম ওনি কোথায় বলল যে আরেকটা বাড়িতে কালকে দেখা কইর বললাম ঠিক আছে। তো রুমে ডুকলাম উনি আমাকে পিছন থেকে জড়াইয়া দরল আমার জানি শরীর কেমন লাগলো এতটুকুই আর কিছুনা। তারপর পরের দিন গোসল করব ওদের বাড়িতে দেকলাম রুমের ভেতরে না উঠানের সাইডে গোসল খানা তো কোন ছেলে মানুষ নাই হালকা বেড়া দেওয়া আছে আমি আর উই ছেলের বোন দুজন গোসল করলাম তারপর আরেক বাড়ি নিয়ে গেল ওইখানে ওই ছেলের মা বাবা থাকে ওই বাড়িটা স্বাভাবিক লাগলো ওইখানে রান্না বান্না করা হচ্চে আমাদের বাড়ি থেকে লোক আসবে। এর একটু পরে ওই ছেলের ভাবি আমাকে হাতের বেসলাইট আর চেইন দেয় ইনি বলে আনচে বিদেশ থেকে। আমার সাথে কানের দুল নাক ফুল আর বেসলাইট ছিল আমার আসল হাসবেন্ট যে দিছিল আমাকে বিয়ের টাইমে। তো আমি বেসলাইট সরণের টা ছিড়ে ওদের স্বর্নেরটা পরি বেসলাইট । তখন আমার হাসবেন্ডের কথা মনে পড়লো তার দেওয়া জিনিস আমার কাছে আছে খারাপ লাগলো একটু এতটুকুই তারপর ঘুম ভেঙে যায় আর খারাপ লাগে খুব স্বপ্নটা দেখে দুই দিন সেম স্বপ্ন)