ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে।
হ্যা, যদি কোনো ব্যক্তি ছেলে না থাকাবস্থায় তার পূর্ণ সম্পত্তিকে তার মেয়েদের নামে দিয়ে যায়,তাহলে তখন সে গোনাহগার হলেও তার মেয়েরা পূর্ণ সম্পত্তির মালিক বনে যাবে। মেয়ের নিরাপত্তার স্বার্থে যদি কেউ তার মেয়েকে যথেষ্ট পরিমাণ সম্পদ তার জীবদ্দশায় লিখে দিয়ে যায়, অন্যান্য ওয়ারিছদেরকে বঞ্চিত রাখা উদ্দেশ্য না হয়, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন।আল্লাহই ভালো জানেন।
যদি কারো শুধুমাত্র দুই মেয়েই থাকে তাহলে তার মৃত্যর পর তার ঐ দুই মেয়ে পূর্ণ সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে। বাদবাকী সম্পত্তি ঐ মৃতব্যক্তির অন্যান্য আসহাবে ফারায়েযরা পাবেন। কারা কারা ওয়ারিছ হতে পারেন?সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/343
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনার দুইবোন আপনাদের বাবা মায়ের পূর্ণ সম্পত্তি থেকে দুই তৃতীয়াংশ পাবেন। বাবার সম্পদের ক্ষেত্রে অবশিষ্ট এক তৃতীয়াংশ পর্যায়ক্রমে আপনার বাবার চাচাতো ভাইয়ের ছেলে পাবে। মায়ের ক্ষেত্রে
আমাদের আপন মামাতো ভাই পেয়ে যাবে।
(২) সম্পত্তি বন্টন এখনই বেঁচে থাকাকালীন সময় করে যাওয়া ভালো।