আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
39 views
in পবিত্রতা (Purity) by (13 points)
edited by
১)আমি বাথরুমে গেলে আমার নাকের ভিতরে মশা যায়।মশায় নাপাকি থাকার সম্ভাবনা প্রবল(যদিও আমি স্পষ্ট দেখি নাই যে মশা নাপাক থেকে আসছে কিনা তবে ওই বাথরুমে মোটামোটি অনেকটা জায়গাই নাপাক হতে পারে)।কিন্তু মশা যখন নাকে যায় তখন ভেজা অনুভূত হয় নাই এবং আমি তৎক্ষণাৎ জোরে নিঃশ্বাস বের করে ফেলি।পরে নাকে হাত দিলে নাকের ভিতরে নাকের সর্দির কারণে ভেজা দেখা যায়।এক্ষেত্রে কি নাকের ভিতরে পাক থাকবে নাকি নাপাক থাকবে?এখন তা না ধুয়েই যদি রোজা রেখে ফেলি এবং নাক দিয়ে তো গলায় সর্দি চলে যায় এতে কি নাপাক গ্রহণে রোজা ভেঙ্গে যাবে?

২)এক নামাজ পড়া অবস্থায় যদি ওয়াক্ত শেষ হয়ে যায় তথা অন্য ওয়াক্ত শুরু হয়ে তাহলে কি ওই নামাজ আদায় হবে নাকি ফাসিদ হয়ে যাবে?

৩)ফজরের ফজর আদায়ের পরে যদি অনেক সময় থাকে তখন পূর্ববর্তী কাযা নামাজ আদায় করা যাবে কি?

1 Answer

0 votes
by (70,170 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

বিসমিল্লাহির রহমানির রহীম

জবাব:-

১. আপনার রোজ হয়ে যাবে। এতে অহেতুক সন্দেহে পড়ার কোন কারণ নেই।

২. আল্লাহ তায়ালা প্রতিটি ফরজ নামাজের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন। নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করেছেন।

ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا

হাদীস শরীফে আছে, নামাজের শুরু ও শেষ সময়ে রয়েছে।

ان للصلاة اولا وآخرا

তাই প্রতি ওয়াক্তে নামাজগুলো যথা সময়ে আদায় করা জরুরী।

কোন ওজরের কারণে মাগরিব, ইশা এবং যোহর শেষ সময়ে আদায় করা অবস্থায় যদি ওয়াক্ত অতিবাহিত হয়ে গেল, তাহলে এই নামাজ কাজা হয়ে যাবে। নামাজ ভাঙবে না। (শেষ সময়ের উপলব্ধি করলো, আমি নামাজ পড়তে পড়তেই ওয়াক্ত শেষ হয়ে যাবে। নামাজ কাজা হয়ে যাবে। তারপরেও এই নামাজ আরম্ভ করতে হবে। দেরি করবে না।)

আসরের নামাজ শেষ ওয়াক্তে আরম্ভ করা হলো, নামাজ পড়তে পড়তে সূর্যাস্ত হয়ে গেল, সেক্ষেত্রে এই নামাজ মাকরুহ এর সাথে আদায় হয়ে যাবে। নামাজ ভাঙবে না।

ফজরের সালাত আদায় করা অবস্থায় সূর্যের কিনারা উদয় হয়ে গেল, তাহলে এই নামাযটি ভেঙ্গে যাবে। সূর্যোদয়ের আনুমানিক ১৫ মিনিট পরে এই নামাজ কাযা করতে হবে।

সারাংশ কথা এই দাঁড়ালো, ফজর ছাড়া অন্যান্য ওয়াক্তের নামাজগুলো শেষ সময়ে পড়তে পড়তে ওয়াক্ত চলে গেলেও নামাজ হয়ে যাবে। ফজরের শেষ সময়ে ফজর নামাজ পড়তে পড়তে ওয়াক্ত অতিবাহিত হয়ে গেলে এই নামাজ পুনরায় পড়তে হবে।

৩. কা'যা নামাযের কোনো ওয়াক্ত নাই। হারাম তিন সময় ব্যতিত যেকোনো সময় কা'যা নামায পড়ার সুযোগ রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...