আসসালামু আলাইকুম।আমি আল্লাহর এক পাপী বান্দা মানে ৫ ওয়াক্ত নামাজ এবং কুরআন তিলওয়াতেই সীমাবদ্ধ।আমার বেশ কিছুদিন যাবত এমন ভাবনা আসছে যে আমার সাথে ভালো কিছু হতে পারেনা আমার ভাগ্য ভালো হতে পারেনা এমন টাইপ, আমি চাইলেও এইগুলো মাথা হতে দূর করতে পারছি না।আমার ভাগ্য ভালো হোক এইটা আমি চাই কিন্তু আমার মন চায়না মন খালি নেগেটিভ কথা আমার মাথায় দিয়ে আমাকে অশান্ত করে রাখছে,আমি নিয়ন্ত্রণ করতে পারছি না।ইভেন আমার একজন কাজিন আছে আল্লাহর সৃষ্টি তো সবাই-ই সুন্দর।কিন্তু আপেক্ষিক ভাবে যদি বলতেই হয় সে সুন্দরী নন এবং তার পাও ব্যাকা তো এইসব আমার মাথায় আসে যে আল্লাহ ওকে এমন কেন করলো ওর ভাগ্য খারাপ করলে বা ওকে ওইরকম ভালো ছেলে বিয়ে না করলে বা যদি কেও বিয়ে না করে আল্লাহ না করুক আমার কেন ভালো হবে এইগুলো মাথায় আসে আর আমি আপসেট হয়ে যাই।ইভেন আমার হবু বর তার হয়ে যাক তার ভাগ্য ভালো হতে নাউযুবিল্লাহ এইসবও আমার মাথায় আসে পরবর্তীতে আমি আবার মুখে আল্লাহকে বলি যে কখনো যাতে এমনটা না হয় ইত্যাদি ইত্যাদি।বি:দ্র: আমার জিনের নজর ছিল আগে এখন সে সমস্যাগুলো নেই।কিন্তু আমার প্রশ্ন আমার মনে এইসব কেন আসছে?আমি একটি দুয়াও শান্তি মত চাইতে পারিনা রবের কাছে।মাথায় নেগেটিভ কথা আসে।আমি কীভাবে ঠিক হতে পারি?রএবং এর জন্য কি আমার হবু বর তার হয়ে যাবে?(আল্লাহ না করুক)।আল্লাহর কাছে কিভাবে চাইব এখন আমি যাতে আমার হবু বর আমারই থাকে?আরআমার ভাগ্য কি খারাপ হয়ে যাবে?আমি কি করতে পারি?আমার পুরো পাগল পাগল লাগছে এইসকল চিন্তায়।