আসসালামু আলাইকুম। রুপার নিসাব এর উপর যাকাত দিতে হবে নাকি স্বর্ণের?
1/যদি শুধুমাত্র এক বছর পাঁচ ভরি স্বর্ণ থাকে কোন রুপা না থাকে এবং ১০,০০০ টাকা থাকে তাহলে কি যাকাত আসবে? যেহেতু শরীয়তের বিধানে বলা আছে সাড়ে সাত ভরি স্বর্ণের উপর যাকাত হয়।
2/যদি শুধুমাত্র পাঁচ ভরি স্বর্ণ থাকে তাহলে কি যাকাত আসবে?এ ব্যাপারে একটু বিস্তারিত বুঝিয়ে বললে ভাল হবে ইন শা আল্লাহ।