এইবার সহ প্রশ্নটা আমি ২/৩ বার হবে করেছি বা তার ও কিছুটা হবে হয়ত কিন্ত যেই জবাব পাওয়ার তা পাইনাই আর সাথে নামাজ বিষয় ও প্রশ্ন ছিলো ওইটা পরে করবো তাই এখন ফোন সংক্রান্ত বিষয় নিয়ে জিজ্ঞাসা করলাম আগের বার গুলায় যেমন করেছি প্রশ্নটা ঠিক তেমনি করেছি প্রশ্নটা এইবার ও।
https://ifatwa.info/113807/,হুজুর আপনি বলছেন এই টাকা অনুমতি না নিয়ে ব্যবহার করা জায়েজ হবে না তো আমি যদি অনুমতি না নিয়ে ফোন কিনি তাহলে ওই ফোন কি আমার জন্য ব্যবহার করা জায়েজ হবে না ❓এবং আমার দুলাভাই এর বোন এর জামাই(মানে বোন এর স্বামী)হচ্ছে flat এর আসল মালিক তো আমি যদি দুলাভাই এর বোন এর থেকে আমার মা কে দিয়ে অনুমতি নি এতে কি হবে ❓
হুজুর আমি তো আমার মা থেকে টাকা নিবো টাকা তো আমানত ওনার কাছে আমি মা কে বলছি আম্মু বলছে অনুমতি না নিয়ে ব্যবহার করতে আমি এইটা বলছি এইটা আমানত এইভাবে অনুমতি না নিয়ে ব্যবহার করা জায়েজ না আম্মু বলছে তুই তো আমার থেকে নিবি বা আমি তো ওনার থেকে নিবো আর আমানত তো আমার কাছে তুই তো আবার টাকা পরিশোধ করে দিবি মানে টাকা তো আমি দিয়ে দিবো বলছি আবার তাই আম্মু বলছে অনুমতি নিবে না এখন মা যেহেতু অনুমতি নিবে না আর আমি তো আমার মা এর থেকে টাকা নিচ্ছি তাহলে আমি যদি ফোন কিনি তাহলে তো এই ফোন ব্যবহার করা আমার জন্য জায়েজ হবে প্লিজ আমাকে পরামর্শ দেন আমি confuse।
বি.দ্র: আমি আমার মা এর সাথে এই নিয়ে কথা বলছি আপনার জবাব পাওয়ার পরে তাই পুনরায় ওই অনুযায়ী আমি যতটুকু পারছি কথা গুলা বলার চেষ্টা করছি।
⚠️আমার মা এর কাছে যেহেতু টাকা টা আমানত আমি তো অনার থেকে নিবো তো অনি যদি অনুমতি না নেই সে ক্ষেত্রে তো ওনার গুনাহ হবে এবং ওনার গুনাহ হবে এইটা ও বলছি তো যেহেতু অনুমতি নিবে না সেইটা যেই কারনেই হোক না কেনো বা যদি কোন কারন নাই তাও নিবে না [আমি এমনে যতটুকু পারছি জানার কেনো মুল কারন টা বা সহজভাবে বলতে কেনো নিবে এই নিয়ে জিজ্ঞাসা বা কথা বলে যতটুকু জানতে পারছি জানছি এইখানে ওইটা তো উল্লেখ করার মানে হয় না আমার মনে হচ্ছে কিন্ত তাও যদি আপনারা বলেন বলতে কারনটা বা কেনো অনুমতি নিবে না বা অনুমতি নেই নাই ও বলতে পারেন তা আমি যতটুকু পারি বলার চেষ্টা করবো পুনরায় প্রশ্ন করে বা এই প্রশ্নের কমেন্টই] তো কথা হচ্ছে যে আমার কাজ বলার বলছি যদি না বলতাম তাহলে আরেক হিসাব ছিলো তাইনা তো এখন কোন কারন হোক বা না হোক সহজ কথায় বলতে যেহেতু বলছে নিবে না অনুমতি বা বলতে পারেন অনুমতি তো নেই নাই সেইক্ষেত্রে এইখানে আমার তো গুনাহ হওয়ার কথা না কি ঠিক উস্তাদ তো আমার ফোন কিনা এবং ব্যবহার করা তে কোন গুনাহ বা সমস্যা হবে না মানে ফোন কিনে সেইটা ব্যবহার করা নাজায়েজ হবে না ঠিক বলছি কারন আমি তো আমার মা এর থেকে টাকা নিবো আর আমি ও তো টাকা টা দিয়ে দিবো পরে আমার মা এর সাথে কথা হয়েছে এই নিয়ে তো আমার কাছে যদি ওনাদের টাকা টা আমানত থাকতো তাহলে গিয়ে অনুমতি না নিয়ে ব্যবহার করলে সেইটা নাজায়েজ হতো মানে জায়েজ হতো না। আমার পুরা কথাটা পড়ে আমাকে সঠিক পথ দেখান উস্তাদ।
বিশেষ দ্রষ্টব্য : আমি এই মাস এর ৫ তারিখে রাতেই ফোন কিনেছি আপ্নারা ও জবাব দিয়েছেন উস্তাদ ফোন কিনার পরের দিন বা সহজ ভাবে এইটা ধরে নেন ফোন কিনার পরে জবাব দিয়েছেন, অবশ্য উস্তাদ আপনাদের ও সময়,ব্যস্ততা এবং নিয়ম আছে কিছু বুজি আরো রোজার মাস এখন, তো আমি যেহেতু ফোন ও কিনে ফেলেছি এখন আমি তাহলে কি করবো উপরের আমার কথা গুলা পড়ে আমাকে সমাধান দেন এবং আমি ফোন ব্যবহার ও করতাছি কিনছি যেহেতু ব্যবহার তো করবোই এই ব্যবহার করাটা আমার জন্য ঠিক তো এবং আমি যেহেতু আমার মা এর সাথে এই নিয়ে ও কথা হয়েছে আমি টাকা পরিশোধ করে দিবো সময় করে বা আস্তে আস্তে আমার বেতন থেকে সহজ কথায় বলতে টাকা আমি পরিশোধ করে দিবো হোক সেইটার জন্য সময় লাগুক।
⚠️হুজুর মুলত আমি তো আমার অভিভাবক থেকে টাকা নিবো এবং সময় করে পরে টাকাটা দিয়ে ও দিবো তাহলে আমার তো ফোন কিনে ব্যবহার করতে কোন অসুবিধা বা সমস্যা নেই আমি বিষয় টা নিয়ে কি করবো বুজতাছিনা আমাকে সমাধান দেন।
কারন আমানত তো আমার অভিভাবক এর কাছে টাকা টা, আমার কাছে তো টাকা টা আমানত না যে আমাকে অনুমতি নিতে হবে এবং যার কাছে এখন টাকাটা আমানত ওনি তো এখন এই টাকার দায়িত্বে আছেন এবং আমি তো ওনার থেকে টাকা টা নিবো.