আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
27 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)

https://ifatwa.info/114256/,হুজুর আপনি বলছেন যাদের কাছে বিক্রি করেছি তাদের সাথে সমাধানে আসতে হবে অন্যথায় সেই টাকা ব্যবহার জায়েজ হবে না আমি তো আমার ওই ফোন iPhone 10 বিক্রি করে আইফোন 8 plus কিনেছি এই iPhone 8 plus নিয়ে ও কিছু কথা আছে সেইটা পরে বলি তো আমার এখন কথা হচ্ছে আমি আমার এই আইফোন 8 plus আমার বন্দুর কাছে বিক্রি করে দি এবং এইটাকা দিয়ে আমি ফোন কিনি ব্যবহার করা বা used ও বলতে পারেন কিনি বসুন্ধরা থেকে, তো এখন গিয়ে বলি iphone 8 plus এর কাহিনি তা হচ্ছে আমার iphone 8 plus টার battery ২/৩ বার হবে change করি battery health এর কারনে ফোন ফুলে গেছে ইত্যাদি এই কারনে বিক্রি করি তো শেষ বার যখন battery change করি এর পরে আবারও কিছু সময় বা কিছু দিন পরে বা আস্তে আস্তে যতটুকু মনে পড়ে ওই অনুযায়ী বলতাছি তা হলো batteryr health কমতে থাকে এর পরে আমাকে এই ফোন টা ও বিক্রি করতে হয় এখন বেশি না গেজাইয়া সহজ ভাবে বলি উপরের লিংক দেওয়া প্রশ্নের মধ্যে আমার যেই বন্দুর কথা বলেছি আমি তার কাছেই বিক্রি করে দি এবং batteryr health যে কমছে বা কমতে ছে কিছু সময় পর পর বা এখন আস্তে আস্তে এই বিষয় এ আমি তাকে কিছু বলি নাই অবশ্য আমি তাকে এমনে যতটুকু মনে পড়ে কিছুটা হলে ও মানা করছিলাম ফোন না নিতে বা না কিনতে আমার থেকে আমরা বা আমি অন্য কেউকে অন্য কোন মুরগি কে বিক্রি করে দিবো এমন কথা হয়ত হয়েছে হওয়ার সম্ভাবনা আছে অনেকটাই বলতে পারি তো আমি আমার বন্দুর কাছে বিক্রি করার পরে ১১/১২ হাজার টাকা হবে আমি ব্যবহার করা ফোন কিনি যেইটা আমি আমার বাসায় আমার বোন এর বাচ্চাদের দিয়ে দিয়েছি আর ওদের কাছে ভালো আরেক্টা ফোন ছিলো ওইটা exchange করে নিয়েছি মানে ওদের বাবা নতুন ফোন কিনেছ তাই আগের টা ব্যবহার করে না আর ওইটা ওরা ব্যবহার করত আমি আমার বোন এর সাথে কথা বলে exchange করে নি। 

এবং সবার আগে iPhone 6 যেইটা বিক্রি করি ওইটার তো সমস্যা ঠিক করিনাই আমি চেষ্টা করেছিলাম ঠিক করার কিন্ত দোকান দার রা অনেক চেষ্টা করে ও ঠিক করতে পারে নাই বিধায় এইভাবে বিক্রি করি না হলে তো দাম পাবো না বুজেনি কিন্ত iphone 10 যেইটা বিক্রি করেছি ওইটা তো ঠিক করেই বিক্রি করেছি এখন পরে সমস্যা কখন হবে accurate তো বলা সহজ না তাইনা আমি তো ফোন টাচ ঠিক করে দিয়েছি অবশ্য দরকার ছিলো display টাই ঠিক করে দেওয়ার ওইটা আর এখন বলে কি লাভ আমার তো  আইফোন ১০ যে বিক্রি করেছি ওইটা তো আমি ঠিক করেই দিয়েছি নষ্ট ছিলো এমন তো দিনাই আর উপরের প্রশ্নের লিংক এ তো বিস্তারিত এইটা বলা ও আছে। 

আর আমার প্রথম আইফোন 6 টা বিক্রি করে আমি যেই ফোন কিনি ওইটা পরে আমার বন্দু কে বিক্রি করে দি ১০০০/১৫০০ এমন টাকাই কিনেছিলাম ৪/৫০০০ বিক্রি করি তো এইটাকা হয়ত আমি পরের ফোন এ ও ব্যবহার করি বা খেয়ে ফেলি আমার বন্দু কে জিজ্ঞাসা করছি এই ফোন টার ব্যাপার এ ওর তো মনেই নাই এবং এই ফোন টা ও কিছু সমস্যা ছিলো যেমন  hang korto slow chilo কম দামি ফোন এমন টা হওয়া স্বাভাবিক আশা বুজছেনি তো  আমার যেই বন্দুর কাছে এই ফোন টা বিক্রি করি ওকে ও হয়ত বা সম্ভবত বলেই দিচি বা নিচি বিক্তি করার সময় বা বিক্রি করার আগেই যে এমন এমন সমস্যা তা ঠিক মনে পড়তাছে না যেহেতু অনেক আগের কাহিনি আর আমার বন্দুর তো এইটা মোটে ও মনে নাই। 

তো আমার কথা হচ্ছে আমি iphone 10/iphone x যেই ছেলের কাছে বিক্রি করি এবং iphone 6 যেই ছেলের কাছে  বিক্রি করি ওরা তো আমার পরিছিত না যে ওদের সাথে সাথে এখন বসে আমি সমাধান এ আসবো এবং আমি আমার iphone 8 যে আমার বন্দুর কাছে বিক্রি করেছি ওই তো এই ফোন বিক্রি করে দিয়েছে কিন্ত আমি এখন যে ওকে বলবো আমি তোকে এইটা লুকাইছি বলিনাই কি না কি বলবে ভাব্বে বা ভাব্বে আমি ওর সাথে বেইমানি করছি মানে হুজুর বিষয় টা বলার এখন সাহস হচ্ছে না বা পাচ্ছিনা আমি যে ওকে বলবো আর আমার যেই বন্দুর কাছে আমার ৪/৫ হাজার টাকার ফোন বিক্রি করেছি ওকে ফোন নেওয়ার আগে বলছি মনে হচ্ছে ফোন এর ব্যাপারে এই৷ internal সমস্যা গুলা আবার মনে হচ্ছে বলি নাই কিন্ত ওর যদি ফোন নেওয়ার পরে আপত্তি থাকতো তাহলে তো ও আমাকে বলতো যে এমন অবস্থা ফোন এর আমি কেনো তাকে বলিনাই আবার বলতে ও পারে কিন্ত আমার মনে ঠিক আসছে না অনেক আগের ঘটনা তাই এবং আমি তাকে এই recently ১/২ দিন আগে আমি ওই ফোন নিয়ে জিজ্ঞাসা করছি কিন্ত ওর মনেই নাই যে আমার থেকে ফোন কিনেছে আর যখন ওর কাছে বিক্রি করেছিলাম ফোন তখন  ১০০০/১৫০০ টাকা এমন হবে হয়ত এখন এই টাকা কি আমি খাইয়া ফেলছি নাকি পরে যেই ফোন কিনেছি সেইখানে ব্যবহার করেছি ঠিক মনে আস্তাচে না। উস্তাদ আমি কি করবো এখন আমি এখন অনুশোচনায় আছি আরো আপনার উত্তর পেয়েছি আজকে কেমন জানি লাগতাছে আমার আমি যদি কিছু পরিমাণ টাকা দান সদকা বা মসজিদ এ দান করে দি এতে কি হবে প্লিজ আমাকে সমাধান দেন আমি এইটার চিন্তা থেকে বের হয় relax হতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (598,170 points)
بسم الله الرحمن الرحيم

ওয়াসওয়াসা হল এমন এক মানসিক রোগ যা একজন মুসলিমকে বিভ্রান্ত করার জন্য শয়তানের পক্ষ থেকে মনে আসা  কুমন্ত্রনার ফাঁদ। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখন কম নয়।  কিন্তু এই রোগ সম্পর্কে ধারনা বা ইলমে জ্ঞান না থাকার ফলে একজন সাধারন ব্যক্তি ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত করতে পারে। কারণ শুরুতেই যদি এর চিকিৎসা না করা হয়, তাহলে এটি বাড়তে থাকে।

আমরা আমাদের বিগত সহস্রাধিক প্রশ্ন রিসার্চ করে দেখেছি যে ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি বিভিন্ন মাসলা মাসায়েল বা ফতোয়ার প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করে আরও বেশি ওয়াসওয়াসাতে আক্রান্ত হয়ে যায়। এবং প্রশ্নের উত্তর হল একজন ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের রোগ বৃদ্ধির খোরাক। এবং একটা প্রশ্ন উত্তর পাওয়ার পর একজন ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি ক্রমাগত একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেচিয়ে শতাধিকবার করতে থাকেন।  যেটা উনাকে বরং ক্রমাগত অধিকতরও খারাপের দিকে নিয়ে যেতে থাকে। 

বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়াসওয়াসা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিচের দেওয়া বাধ্যতামূলক সুস্থ হওয়ার কোর্সটি কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না । 

এবং আমরা আশা করছি এবং আল্লাহর উপরে ভরসা রেখে বলছি যারা নিচের এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। 

আর কোর্সের ভিতরে একটা অংশে আমাদের মুফতি সাহেবদের সাথে সরাসরি জুম মিটিংয়ের মাধ্যমে প্রশ্ন-উত্তরের ব্যবস্থা থাকবে। 

আল্লাহ আমাদের সমস্ত শারীরিক ও মানসিক রোগ থেকে হেফাজত করুন। 






(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...