আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
https://ifatwa.info/114203/ এই লিংকে করা প্রশ্ন অনুযায়ী আমাকে বলা হয়েছে ইস্তিহাজা চলমান অবস্থায় ১৫ দিন পর পর হায়েজ গননা করে পূর্বের অভ্যাসের দিন গুলো বাদ দিতে। আমার পূর্বের অভ্যাস ৮ দিন। ২৮ দিন পর পর হায়েজ হতো। এর মধ্যে এই মাসের কনসিভের জন্য ট্রাই করা হচ্ছে ইনশাআল্লাহ।
প্রশ্ন হলো-
১. যেহেতু আমার পূর্বের অভ্যাস সবসময়ই ২৮ দিন অর্থাৎ হায়েজ শুরুর ২৮ দিন পরপর আবার হায়েজ হতো। এক্ষেত্রে পবিত্রতার সময় ২০ দিন। তো আমি কি পবিত্রতা ২০ দিন হিসেব করবো নাকি ১৫ দিনই? যেহেতু আমার পূর্বের অভ্যাস জানা আছে।
২. যেহেতু আমার এই মাসে কনসিভের সম্ভাবনা আছে তাই আমি টেস্ট করে শিওর হওয়ার আগ পর্যন্ত ইস্তিহাযা থেকে হায়েজের দিনগুলো বাদ দিবো? নাকি নামাজ রোজা করে যাবো?
একটু দ্রুত বিস্তারিত উত্তর দিলে মুনাসিব হয় ইনশাআল্লাহ। নামাজ রোজা নিয়ে টেনশনে আছি।