হুজুর শরীরে যদি কুকুর এর নাপাকি লাগে মানে কাপড় এ যদি নাপাকি লাগে এই ক্ষেএে তো গোসল করে নিতে হবে এবং জামা কাপড় ও ধুয়ে নিতে হবে তো শরীরের বা কাপড় এ কুকুর এর নাপাকি লাগলে তো শরীর আর জামা কাপড় নাপাক এমতাবস্থায় হাতের মধ্যে যদি মোবাইল থাকে বা অন্য কোন কিছু বা বস্তু থাকে বা যদি এমতাবস্থায় গোসল করার আগে কোন কিছু স্পর্শ করা হয় বা স্পর্শ করে ব্যবহার করা হয় যেমন : ঘড়ি,মোবাইল, ব্যাগ ইত্যাদি এইসব কি ধুতে হবে নাকি এইসব ধৌত করতে হবে না শুধু জামা কাপড় ধুতে হবে আর গোসল করে নিতে হবে ❗❔
বি.দ্র:ব্যাগ তো ধোয়া সহজ কিন্ত ঘড়ি, মোবাইল যদি waterproof বা water resistant ও হয় তাও কিছু বা কিছুটা হলে ও রিস্ক/risk আছে বা রিস্ক/risk থাকে সেইটা বুজেনি এবং জানেনো আশা করি।