আসসালামু আলাইকুম।
আমি আজকে সকালে ঘুমের সময় দুরুদ পড়ে আল্লাহর কাছে ভালো স্বপ্ন দেখার জন্য দোয়া করে করেছি।তারপর আমি স্বপ্নে কিছু জিনিস দেখি।
১.আমি আমার বাসার সামনে একটা পাখি বসে থাকতে দেখি যা কিনা রঙিন,খুব সুন্দর। আমি অবাক হচ্ছিলাম যে এত সুন্দর পাখি যা আমি কখোনই দেখিনি।
২.৫-৬ টা বাচ্চা খুব খেলাধুলা করছে, বাচ্চাগুলো খুব চঞ্চল,মনের সুখে খেলছে।
৩.আমার বাসার বাইরে আমি দাঁড়িয়ে আছি,বাইরে বৃষ্টি এবং আমি কিছুটা বৃষ্টিতে ভিজেছি।ঝুম বৃষ্টি ছিলনা,হালকা মাঝারি। আমার বাসার পাশেই একজন পুরুষের উপস্থিত বুঝেছি কিন্তু কে ঠিক বুঝতে পারিনি।
স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি।