ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) টাকার বিনিময়ে তারাবিহর জন্য হাফিজ সাহেব রাখা সম্পর্কে উলামাগণের মতবিরোধ রয়েছে। দেওবন্দ মাদরাসা ফাতাওয়া রয়েছে এ বিষয়ে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/67023
হ্যা, যদি কোনো বাড়ীতে মহিলারা জামাতের সাথে তারাবিহর নামায পড়ে নেয়, এবং ইমামের সাথে ঘরের কোনো মাহরাম পুরুষও থাকে, তাহলে মহিলারা জামাতের সাথে তারাবিহর নামায পড়তে পারবে । এমতাবস্থায় মহিলারা পিছনের কাতারে দাড়াবে। তবে শর্ত হল, এই তারাবিহর জন্য হাকডাক দেওয়া যাবে না।
(২) বাড়ির আশেপাশে যদি মহিলাদের তারাবীর জামাতের ব্যবস্থা করা হয়,সেখানে গিয়ে মহিলারা নামাজ পড়তে পারবে না। বরং শুধুমাত্র মহিলারা নিজ ঘরে তারাবিহর নামায পড়তে পারবে।
لما في ’’الفتاوی الشامية‘‘ :
" تكره إمامة الرجل لهن في بيت ليس معهن رجل غيره ولا محرم منه) كأخته (أو زوجته أو أمته، أما إذا كان معهن واحد ممن ذكر أو أمهن في المسجد لا) يكره، بحر". (1/ 566، باب الإمامة، ط: سعید)
الفتاوى الهندية (1/ 88):
"لو كان بين صف النساء وصف الرجال سترة قدر مؤخر الرجل كان ذلك سترة للرجال ولا تفسد صلاة واحد منهم، وكذلك لو كان بينهم حائط قدر الذراع، وإن كان أقل من ذلك لا يكون سترة"