আস সালামু আলাইকুম ।আল্লাহর ওয়াস্তে দয়া করে উওর দিয়েন ,,আমি প্রথম ওয়াসা ওয়াসা নিয়ে প্রশ্ন করছি।আমি ওয়াসা ওয়াসা যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি সব সময় ওয়াসা ওয়াসা ।খুব আজে বাজে কথা মনে হয় হতে হতে মুখে ও বলে ফেলি ।
আমার প্রশ্ন আমি নিশ্চত ওয়াসা ওয়াসা /ওসিডি তে আক্রান্ত।এখন আমি কি মুরতাদ কাফির হব না এমন কাজ বা কথা বললে ও।আর কোনটা আমি ইচ্ছাকৃতভাবে মনে করি আর কোনটা অনিচ্চাকৃত বুঝি না ,এই অবস্থায় কি সব মাফ ,,ঈমান নস্ট হবে না।প্লিজ দয়া করে আল্লাহর ওয়াস্তে উত্তর টা দিবেন আমি উওর শান্তি পাব মাজে মাজে মরে যাওয়ার ইচ্ছা করে