ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/5258/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ বলেছেন যে নিম্নোক্ত দোয়া খালেছ দিলে বেশি বেশি পাঠ করিলে দ্রুত
বিবাহ হবে, ইনশাআল্লাহ।
সূরা ফুরকান এর ৭৪ নং আয়াতে মহান আল্লাহ্পাক বলেন
وَالَّذِينَ
يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ
أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
এবং যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে
আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
,
অনেক উলামায়ে কেরাম এই আয়াতের ফজিলত স্বরুপ বলেছেন যে এই আয়াতে রাব্বুল আলামিন আমাদের জন্য
গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আশা করা যায় যে
নিজের স্ত্রী, সন্তানাদী চক্ষু শীতলকারি, দ্বীনদার পরহেযগার
হবে, ইনশাআল্লাহ ।
,
যারা মহান আল্লাহর কাছে উত্তম জীবনসঙ্গী লাভের প্রত্যাশা
করে, তাদের উচিত মহান আল্লাহর কাছে তারই শেখানো ভাষায় আবেদন করা।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বান্দাকে উত্তম স্বামী/স্ত্রী ও সন্তান লাভের
দোয়া শিখিয়েছেন। যেসব স্বামী/স্ত্রী ও সন্তান একে অন্যের চোখকে শীতল করবে।
কুরআনুল কারিমের এ আয়াতের আমলে আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষকেই এমন উত্তম স্ত্রী ও
সন্তান দান করবেন, যাদের দেখে পুরুষদের মন শান্ত হয়ে যাবে।
পক্ষান্তরে যে সব নারী এ দোয়ার আমল করবে, আশা করা যায়, আল্লাহ
তাআলা সেসব স্ত্রীদেরকেও নয়নজুড়ানো স্বামী ও সন্তান দান করবেন।
,
দ্রুত বিবাহের জন্য আপনি সালাতুল হাজত -এর নামাজ পড়ে বেশি
বেশি দুয়া করতে পারেন।
ইনশাআল্লাহ দ্রুত বিবাহ হবে।
আরো জানুনঃ https://ifatwa.info/2122
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী বোন!
,
১. আপনি উত্তরে বর্ণিত আমল করতে পারেন। আর আপনার প্রশ্নে
বর্ণিত আমল কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।
২. আপনি দুই রাকাত সালাতুল হাজত পড়ে সবার জন্যই দুআ করতে
পারেবন। এতে কোনো সমস্যা নেই।