আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাজ। ১১ রমজানে বুজুর্গগণের পরিক্ষীত একটা বিয়ের আমল আছে শুনি। ১২ রাকাত নামাজে প্রতি রাকাতে ১১ বার করে সূরা ফীল পড়তে হবে। এর আগে ও পরে ১০১ বার করে দুরুদ পড়ে শেষে এটা ঈসালে সওয়াব করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। এখন প্রশ্ন হচ্ছে,
১. এটা তো নফল ইবাদত, এক্ষেত্রে আমি কি নিজের বাদে অন্য কারোর জন্যও নিয়ত করতে পারবো বিয়ের জন্য? যদি পারি তাহলে কি একাধিক জনের জন্য নিয়ত করা যাবে?
যেমন, আমলটা করলাম আমারসহ পরিচিত বোনদের উত্তম নেককার জীবনসঙ্গী পাওয়ার জন্য। অর্থাৎ একাধিক জনের জন্য। নিয়ত করা যাবে এমন?