ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/4627/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,
শরীয়তের বিধান হলো কফ গিলে ফেললে রোযা নষ্ট হবে না। কেননা উহা
মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা
দ্বারা রোযা নষ্ট হয় না। সুতরাং কফ গিলে ফেলার দ্বারাও রোযা ভেঙ্গে যাবেনা। (ফাতাওয়ায়ে রিয়াযুল উলুম ৩/৩০৩.
আপকে মাসায়েল আওর উনকা হল ৩/৪০৩)
,
এমনকি যদি থুথু
মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোযার কোন ক্ষতি হবে না। তবে অনেকেই
বলেছেন যে অনেক থুথু,কফ জমিয়ে গিলে ফেললে রোযা মাকরুহ হয়ে যাবে।
,
আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভরে বমি
হল। তিনি তখন বললেন-
ثلاث لا يفطرن الصائم : القيء، والحجامة، والحلم.
তিন বস্তু রোযাভঙ্গের কারণ নয় : বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ।-সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪
,
وفي الحجۃ سئل ابرإہیم عمن ابتلع بلغما قال إن کان أقل من ملٔ فیہ لا ینقض إجماعاً وإن کان ملٔ فیہ ینقض صومہ عند أبي یوسف وعند أبي حنیفۃ لا ینقض ہو المعتمد۔(مراقي الفلاح مع الطحطاوي :۳۶۲
যদি কফ মুখ ভরিয়ে না হয়,তার চেয়ে কম
হয়,তাহলে সর্বসম্মিক্রমে রোযা ভাঙ্গিবেনা। আর যদি মুখ ভরিয়ে হয়, তাহলে ইমাম আবু ইউসুফ রহ. এর নিকটে রোযা ভেঙ্গে যাবে। ইমাম
আবু হানিফা রহ. এর নিকটে রোযা ভেঙ্গে যাবেনা। এটাই গ্রহনযোগ্য মত।
,
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
,
১. না, এতে রোজা ভেঙ্গে
যাবে না বা রোজা মাকরুহ হবে না।
২. না, এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে মুখে পানি থাকা
অবস্থায় গিলে ফেলা যাবে না।
৩. না, এতে নামাজ ভেঙ্গে যাবে না। তবে পরবর্তীতে থুথু গিলেও
ফেলতে পারেন এভাবে না ফেলে।
৪. বাহ্যিক কোনো নাপাকি না থাকলে উক্ত জায়নামাজ পাক হিসাবে
ধরবেন। শুধু সন্দেহের কারণে নাপাকি ধরা হয় না।
৫. উক্ত কাপড় পাক হিসাবে ধরবেন। কারণ, শুধু সন্দেহের কারণে
নাপাকি ধরা হয় না।