আসসালামু'আলাইকুম মুহতারাম।
ঘরে নামায আদায় করা বিষয়ে আমার কিছু জানার আছে।
প্রশ্নঃ০১ - যদি এমন হয়, আমি ঘরে সালাত আদায় করছি কিন্তু বাসায় কেও নেই। কিন্তু, সালাত আদায় কালে যদি কেও দরজা নক করে, এই ক্ষেত্রে আমার করনীয় কি? সালাত কি ছেড়ে দরজা খুলবো? পরে পুনরায় আবার সালাত শুরু করবো? ইসলাম কি বলে?
প্রশ্নঃ০২ - সালাত আদায়ের স্থানের সামনে যদি খাট থাকে, সেখানে যদি কেও শুয়ে থাকে, বা বসে থাকে, সেই সময়ে সালাত আদায় করলে কি সালাত হবে? অর্থাৎ সালাতরত অবস্থায় সামনে খাটে কেও শুয়ে থাকে, বা বসে থাকে এতে কি (যে সালাত আদায় করছে) তার সালাত হবে? নাকি তার গুনা হবে? আর যে বসে থাকল, বা শুয়ে থাকল কি তার গুনা হবে?
প্রশ্নঃ ০৩ - আমার একটা বিড়াল আছে। ও জায়নামাজ দেখলেই ওখানে শুয়ে পরে, খেলা করে। আমি জায়নামাজ বিছানোর পর সালাত শুরু করলে মাঝে মাঝে আমার বিড়াল এসে সিজদার জায়গায় শুয়ে পরে, খেলা শুরু করে। এমতাবস্থায় আমি যদি জায়নামাজ থেকে ডানে বা বামে সরে গিয়ে সালাত আদায় করি বা সিজদা দেই কোন সমস্যা হবে? সালাতের কোন ক্ষতি হবে ওস্তাদ? (নোট- আমার বিড়াল ঘরেই থাকে। বাহিরে যায় না। নিয়মিত গোসল করাই, ভ্যাকছিন দেওয়া আছে)
প্রশ্নঃ ০৪ - ঘরে বাবা,মা,ভাইবোনদের নিয়ে জামাত করে সালাত আদায় করা যাবে? (যেহেতু, করোনা) এক্ষেত্রে, ইমামতি করার অগ্রাধিকার কাকে দিতে হবে? আর ইকামত দিবেন কে?
প্রশ্নঃ ০৫ - ওস্তাদ, খাটের ওপর দাড়িয়ে সালাত আদায় করা কি জায়েজ?
জাজাকুমুল্লাহ