আসসালামু আলাইকুম
পরে জানিয়ে দিবো বা মাফ চেয়ে নিবো নিয়তে কারো জিনিস বা টাকা ব্যবহার করা কি হারাম হবে?
যেহেতু মেসে থাকি অনেক ক্ষেত্রেই না বলে টুকটাক জিনিস ব্যবহার করা হয় পরে জানিয়ে দিবো এই নিয়তে। আবার আমার এক বন্ধুর কিছু টাকা আমার কাছে আছে, তাকে একবার জানিয়েছিলাম, সে আর ফেরত নেয়নি, হয়তো তার মনেও নেই। এখন যদি আমি সেই টাকা ব্যবহার করে পরে তার কাছে মাফ চেয়ে নেই যে তার আমার মাঝে কোনো পাওনা থাকলে যেনো তা মাফ করে দেয় তাহলে কি এটা হারাম হবে?