১. মাযহাব অনুসারে তারাবির নামাজের রাকাতে কি ভিন্নতা রয়েছে?
২. হানাফী মাযহাব অনুসারে তারাবি নামাজ ২০ রাকাত না পড়লে কি গুনাহ হবে?
৩. কেউ যদি খুশু খুযু ছাড়া ২০ রাকাত পড়ে আর কেউ খুশু খুযু সহ বিশ রাকাতের কম পড়ে তাহলে এক্ষেত্রে কোনটি করা উচিত?
৪. কোন মাযহাব follow করেন না এমন অনেকে জানতে চায় তারাবির নামাজ কত রাকাত আর ২০ রাকাত না পড়লে কি গুনাহ হবে নাকি, তাদের কি বলা উচিত?