আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ।
হায়েজের শেষদিকে রমাদান শুরু হয়েছে। তাই অনুমান করছি ২৫/২৬ রোযার দিকে আবার হায়েজ হতে পারে। ইচ্ছে ছিলো শেষ ১০ দিন ইতিকাফ করার। এখন হায়েজের সময় তো ইতিকাফ ভেঙ্গে যাবে।
আমার জ্ঞান অনুযায়ী হায়েজ হতে পারে, এরকম অবস্থায় শেষ ১০ দিন ইতিকাফের নিয়ত করা কি ঠিক হবে?