আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্ উস্তাদ।
আমার এক বান্ধবী এ প্রশ্নটার উত্তর জানতে চাচ্ছে৷ ০২/০৩/২০২৫ এর প্রথম রোজা সম্পর্কেঃ
প্রশ্নটা হলোঃ
১)আজকে সেহরির শেষ সময় ৫.০৪।কেও যদি ৫.০৪ বেজে ৩৯ সেকেন্ড এ পানি খায় এবং তার কিছু ক্ষন পর আযান দেয় তাহলে কি তার রোযা হবে না?
২) যদি পানি খাওয়ার ১৫ বা ২০ সেকেন্ড পর আযান দেয়, তাহলেও কি রোজা হবে না?