আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার সাধারণত ৮/৯ দিন হায়েয থাকে।প্রায় সব সময়ই এমন হয় যে ৪ দিন পর আর রক্ত দেখা যায়না বললেই চলে।তবে পুরোপুরি ক্লিয়ার হয়না বলে স্বলাত শুরু করতে বিলম্ব করি।দেখা যায় একবার গোসল করে স্বলাত আদায় করার পর আবারও কিছু দেখা যায়।তখন স্বলাত ছেড়ে দেই। এভাবে ৯ দিন অতিক্রান্ত হলে পুরোপুরি পবিত্র হয়ে যাই। অন্যান্য সময় হলে তো অপেক্ষা করা যায়। কিন্তু রমাদানে বিষয়টা নিয়ে কী করব বুঝতে পারছিনা। যেমন এখন আমার ৪ দিন পর একেবারে কিছু দেখা যাচ্ছেনা। এমতাবস্থায় আমি সাহরী করেছি রোযার নিয়ত করে যে যদি আর দেখা না যায় তাহলে রোজা থাকব। কিন্তু গোসল করিনি এবং স্বলাত ও শুরু করিনি। তাহলে যদি আজ আর কিছু দেখা না যায়,আমার এই রোযা হবে কিনা যেহেতু গোসল করে পবিত্র না হয়ে রোযার নিয়ত করেছি?