আসসালামু আলাইকুম। আমার পিরিয়ড এর রক্তপাত সাধারণত পাঁচ দিন থাকে। এরপর থেকে হালকা মেটে বা বাদামী বর্ণের স্রাব দেখা যায়। সাত দিন থেকে খুব খুবই হালকা ধূসর বর্ণ (সাদা টিস্যু ভিতরে চেপে রাখলে বোঝা যায়).। এরকম চলতে থাকে দশ দিন, দশ দিন এর বেশিও হয়ে যায়। স্রাব টা এমন যে, নরমালি বাইরে আসেনা, সাদা টিস্যু একদম ভেতরে চেপে রাখলে তখন, খুব হালকা ধূসর বর্ণের, খুব হালকা সবুজাভ বর্ণ দশ দিনের পর পর্যন্ত থাকে। প্রশ্ন হল, কখন পবিত্র হব? কখন থেকে নামাজ পড়া শুরু করব? ২৩ শে ফেব্রুয়ারি থেকে পিরিয়ড শুরু হলে, দশ দিন পর্যন্ত (৭-১০ দিন) এমন হালকা স্রাব থাকলে, পবিত্র হবো কবে? কবে থেকে নামাজ পড়া শুরু করতে পারব? রোজা কবে থেকে রাখতে পারবো? সাত থেকে দশ দিনের মধ্যে যে স্রাব টা দেখা যায়, খুব অনিয়মিত থাকে। একবেলা থাকে আরেক বেলা থাকে না। পরের বেলাতেই আবার দেখা যায়। এক্ষেত্রে পবিত্রতার বিধান কি? আর রোজার বিধান টা কি? প্রত্যেক মাসেই এরকম থাকে। হিসাবটা দশ দিন দশ রাত করব বা কিভাবে হিসাবটা হবে? কাইন্ডলি জানাবেন। আমায় দাও সাত থেকে ১০ দিনের এই সময়টাকে কি পবিত্রতার সময় ধরবো? পবিত্র হয়ে নামাজ পড়ে ফেলব? খুব কনফিউজড আছে। দয়া করে, ক্লিয়ার করবেন। আল্লাহ যেন মাফ করে দেন এই জন্য।