আসসালামু আলাইকুম,
একজন ব্যক্তি তার ব্যাংকের জমানো টাকা থেকে যেই সুদ পান সেটা তিনি সওয়াবের আশা ছাড়া বিভিন্ন খাতে দিয়ে দেন।
এখন তিনি তার নিজের জমিতে বাড়ি বানাতে গিয়ে একজন স্থানীয় সন্ত্রাসীর কাছ থেকে চাঁদার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছেন। এখন তিনি হুমকি এড়াতে এবং নিজের বৈধ বাড়ীর কাজ নির্বিঘ্নে করার জন্য উক্ত সুদ বাবদ প্রাপ্য টাকা সেই চাঁদাবাজকে দিয়ে দিলে জায়েজ হবে কি?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250301_142204_446.sdocx-->