আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
30 views
in সালাত(Prayer) by (2 points)

এবার আমাদের মসজিদে এশার নামাজ 8:15 ও তারাবী 8:30 এ শুরু হবে. এমতবস্থায় এশার নামাজের পর অনেক কম সময় থাকে. আমার প্রশ্ন হলো

1. তারাবীর নামাজের আগে কি এশার 2 রাকাত সুন্নত অবশ্যই পড়তে হবে নাকি তারাবী শেষেও পড়া যাবে?

2. রমজান মাসে তারাবী অনেক দ্রুত পড়ানো হয় বেশিরভাগ জায়গায়, সেই সাথে 5 ওয়াকত ফরয নামায ও দ্রুত পড়ানো হয় স্বাভাবিকের তুলনায়. এতে খুশু খুঁজু মেইনটেইন করা কঠিন হয়ে পড়ে, এমতবস্থায় করণীয় কি?

জাজাকাল্লাহ খাইর

 

1 Answer

0 votes
by (594,180 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/94219/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
তারাবিহ এর ক্ষেত্রে যেই নিয়ম আছে,তাহা হল আগে ইশার ফরজ সুন্নাত,তারপর তারাবিহ,তারপর বিতর নামাজ।
এটাই সুন্নাত পদ্ধতি। 

তবে যদি কেহ তারাবিহ আদায়ের পূর্বেই বিতর নামাজ আদায় করে,সেক্ষেত্রে তার বিতর আদায় হয়ে যাবে,পুনরায় আদায় করতে হবেনা।

তবে এটি সুন্নাত পদ্ধতির খেলাফ হবে। 

সুতরাং বিনা ওযরে এমনটি করা বা এটিকে অভ্যাসে পরিণত করা জায়েজ নেই।

کذا فی الجوھرة النیرة:
ثم یوتر بھم۔۔۔۔۔۔والاصح ان وقتھا بعد العشاء الی آخر اللیل قبل الوتر و بعدہ۔۔۔۔الخ۔ (ج: ١ص: ١٠٠)
সারমর্মঃ-
তারাবিহ এর ওয়াক্ত হলো ইশার পর রাতের শেষ পর্যন্ত,বিতরে পরে বা পূর্বে,,। 

الدر المختار: (باب الوتر و النوافل، 43/2، ط: سعید)
ووقتہا بعد صلاۃ العشاء إلی الفجر قبل الوتر وبعدہ في الأصح، فلو فاتہ بعضہا وقام الإمام إلی الوتر أوتر معہ، ثم صلی ما فاتہ۔

সারমর্মঃ-
তারাবিহ এর ওয়াক্ত হলো ইশার পর ফজর পর্যন্ত,বিতরে পরে বা পূর্বে,,। 
কাহারো যদি কিছু রাকাত তারাবিহ ছুটে যায়,এবং ইমাম সাহেব বিতরের জন্য দাঁড়ায়,তাহলে ইমামের সাথেই দাঁড়িয়ে বিতর আদায় করবে,অতঃপর ছুটে যাওয়া তারাবিহ নামাজ আদায় করবে।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
তারাবহ এর পূর্বে ইশার সুন্নত পড়তে না পারলে তারাবিহ নামাজের শেষে ইশার সুন্নত পড়া যাবে।

তবে উত্তম হলো ইশার ফরজের পরই ইশার সুন্নত আদায় করা, তারপর তারাবিহ এর নামাজ আদায় করা।

(০২)
এমতাবস্থায় আপনি ইমাম সাহেবকে বিষয়টি বুঝাতে পারেন।
তাতে কাজ না হলে সুরা তারাবিহ পড়তে পারেন।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...