জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
তারাবিহ এর ক্ষেত্রে যেই নিয়ম আছে,তাহা হল আগে ইশার ফরজ সুন্নাত,তারপর তারাবিহ,তারপর বিতর নামাজ।
এটাই সুন্নাত পদ্ধতি।
তবে যদি কেহ তারাবিহ আদায়ের পূর্বেই বিতর নামাজ আদায় করে,সেক্ষেত্রে তার বিতর আদায় হয়ে যাবে,পুনরায় আদায় করতে হবেনা।
তবে এটি সুন্নাত পদ্ধতির খেলাফ হবে।
সুতরাং বিনা ওযরে এমনটি করা বা এটিকে অভ্যাসে পরিণত করা জায়েজ নেই।
کذا فی الجوھرة النیرة:
ثم یوتر بھم۔۔۔۔۔۔والاصح ان وقتھا بعد العشاء الی آخر اللیل قبل الوتر و بعدہ۔۔۔۔الخ۔ (ج: ١ص: ١٠٠)
সারমর্মঃ-
তারাবিহ এর ওয়াক্ত হলো ইশার পর রাতের শেষ পর্যন্ত,বিতরে পরে বা পূর্বে,,।
الدر المختار: (باب الوتر و النوافل، 43/2، ط: سعید)
ووقتہا بعد صلاۃ العشاء إلی الفجر قبل الوتر وبعدہ في الأصح، فلو فاتہ بعضہا وقام الإمام إلی الوتر أوتر معہ، ثم صلی ما فاتہ۔
সারমর্মঃ-
তারাবিহ এর ওয়াক্ত হলো ইশার পর ফজর পর্যন্ত,বিতরে পরে বা পূর্বে,,।
কাহারো যদি কিছু রাকাত তারাবিহ ছুটে যায়,এবং ইমাম সাহেব বিতরের জন্য দাঁড়ায়,তাহলে ইমামের সাথেই দাঁড়িয়ে বিতর আদায় করবে,অতঃপর ছুটে যাওয়া তারাবিহ নামাজ আদায় করবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
তারাবহ এর পূর্বে ইশার সুন্নত পড়তে না পারলে তারাবিহ নামাজের শেষে ইশার সুন্নত পড়া যাবে।
তবে উত্তম হলো ইশার ফরজের পরই ইশার সুন্নত আদায় করা, তারপর তারাবিহ এর নামাজ আদায় করা।
(০২)
এমতাবস্থায় আপনি ইমাম সাহেবকে বিষয়টি বুঝাতে পারেন।
তাতে কাজ না হলে সুরা তারাবিহ পড়তে পারেন।
আরো জানুনঃ-