আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
রূপার বাজার দর ট্র্যাডিশনাল সিলভার, ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট অনুযায়ী ভিন্ন ভিন্ন।
উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশান অনুযায়ী ট্র্যাডিশনাল সিলভার, ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট এর মূল্য যথাক্রমে ১৩৬৳/গ্রাম, ১৮১৳/গ্রাম, ২১০৳/গ্রাম, ২২১৳/গ্রাম।
এই দর অনুযায়ী, ৫২.৫ তোলা ২২ ক্যারেট রূপার বর্তমান বাজার দর ১৩৫,২৮৫.১৫৳ এবং ৫২.৫ তোলা সনাতন রূপার বর্তমান বাজার দর ৮৩২৫২.৪০৳
কারো কাছে ৮৩২৫৩ এর বেশি, কিন্তু ১৩৫২৮৫ এর কম সম্পদ থাকলে তাকে কি যাকাত দিতে হবে?
সোজা ভাষায়, বর্তমানে নিসাব পরিমাণ সম্পদ কতো টাকার সমপরিমাণ হলে যাকাত দিতে হবে?