আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
312 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
১. গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি। হঠাৎ করে সকালে দেখি সূর্য পশ্চিম দিকে উঠলো, এদিকে আমি বারবার তওবা পড়ছি  আর কান্না করছি যে ৪ রাকাত নামাজ কাজা ছিল ঐটা তো পড়তে পারলাম না। আর এখন তো তওবার দরজাও বন্ধ হয়ে গেছে। তারমানে জাহান্নামে যাবো। ভাবতে ভাবতেই দেখলাম জাহান্নামের আগুন আমাদের সব মানুষের দিকে আসছে গর্জন করতে করতে। অনেকটা আগ্নেয়গিরির লাভার মত ভেসে আসছিল আগুনগুলো। মানুষ ছুটোছুটি করছে এদিক সেদিক কিন্তু রাস্তা পাচ্ছে না কারণ চারদিক থেকে আগুন আসায় সবাই মাঝখানে বন্দি হয়ে গেছে। অনেকেই আগুনে ঝলসে যাচ্ছিল। একসময়  আগুন যখন খুব কাছাকাছি আসলো তখনই ঘুম ভেঙে গেছে আমার।

২. আমি প্রায়ই মৃত মানুষদের স্বপ্ন দেখি যারা আমাকে কিছু বলে কিংবা বলতে চায়। এক্ষেত্রে কি করা উচিত?

1 Answer

0 votes
by (589,260 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হযরত ইবনে যামল(/যিমল)রাযি. থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﺯَﻣْﻞٍ ، ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺇِﺫَﺍ ﺻَﻠَّﻰ ﺍﻟﺼُّﺒْﺢَ ﺍﺳْﺘَﻘْﺒَﻞَ ﺍﻟﻨَّﺎﺱَ ﺑِﻮَﺟْﻬِﻪِ ، ﻭَﻛَﺎﻥَ ﻳُﻌْﺠِﺒُﻪُ ﺍﻟﺮُّﺅْﻳَﺎ ، ﻓَﻴَﻘُﻮﻝُ : " ﻫَﻞْ ﺭَﺃَﻯ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺭُﺅْﻳَﺎ ؟ " ﻓَﻘَﺎﻝَ ﺍﺑْﻦُ ﺯَﻣْﻞٍ : ﻓَﻘُﻠْﺖُ : ﺃَﻧَـﺎ ﻳَﺎ ﻧَﺒِﻲَّ ﺍﻟﻠَّﻪِ . ﻓَﻘَﺎﻝَ : " ﺧَﻴْﺮٌ ﺗَﻠَﻘَّﺎﻩُ ، ﻭَﺷَﺮٌّ ﺗَﻮَﻗَّﺎﻩُ ، ﻭَﺧَﻴْﺮٌ ﻟَﻨَﺎ ، ﻭَﺷَﺮٌّ ﻷَﻋْﺪَﺍﺋِﻨَﺎ ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ، ﺍﻗْﺼُﺺ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিস সালাম যখন ফজরের নামায পড়তেন,তখন তিনি মানুষের দিকে মুখ ফিরিয়ে বসতেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিস সালাম এর স্বপ্ন শোনা বড়ই পছন্দনীয় ছিলো।
অতঃপর উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন,তোমাদের মধ্যে কি কেউ আজ স্বপ্ন দেখেছো?
ইবনে যামল বললেন, হে 'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম' আমি দেখেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নিম্নোক্ত দু'আ টি পড়লেন,
ﺧَﻴْﺮٌ ﺗَﻠَﻘَّﺎﻩُ ، ﻭَﺷَﺮٌّ ﺗَﻮَﻗَّﺎﻩُ ، ﻭَﺧَﻴْﺮٌ ﻟَﻨَﺎ ، ﻭَﺷَﺮٌّ ﻷَﻋْﺪَﺍﺋِﻨَﺎ ، ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﺍﻟْﻌَﺎﻟَﻤِﻴﻦَ ،
(আ'মলুল ইয়াওমি ওয়াল-লাইল-৭৬৬)


من رأى أنّه يحرق فهو في النار........  فإن رأى النار من قريب فإنّه يقع في شدة أو محنة لا ينجو منها لقوله تعالى (وَرَأى المجْرِمُونَ النّارَ فَظَنّوا أنّهُمْ مُوَاقِعُوهَا ولمِ يَجدوا عَنْها مَصْرِفا) وأصابه خسران فاحش لقوله عز وجل (إن عَذَابَها كَان غَرَامَا) وكانت رؤياه نذيراً له ليتوب من ذنب هو فيه 
যদি কেউ স্বপ্নে দেখে যে,সে আগুনে জলছে,তাহলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।যদি কেউ স্বপ্নে নিজের  অতি নিকটে আগুন দেখে,তাহলে এর অর্থ হল,সে এমন কঠিন পরিস্থিতির সম্মুখিন হবে, যে পরিস্থিতি থেকে সে আর কখনো বের হতে পারবে না।কেননা আল্লাহ তা'আলা বলেন,
وَرَأَى الْمُجْرِمُونَ النَّارَ فَظَنُّوا أَنَّهُم مُّوَاقِعُوهَا وَلَمْ يَجِدُوا عَنْهَا مَصْرِفًا
অপরাধীরা আগুন দেখে বোঝে নেবে যে, তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না।(সূরা কাহাফ-৫৩)
এবং তার অনেক বড় ক্ষতি হবে। কেননা আল্লাহ তা'আলা বলেন,
َإِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
নিশ্চয় এর শাস্তি নিশ্চিত বিনাশ(সূরা ফুরকান-৬৫)

আল্লাহ যদি কাউকে এমন স্বপ্ন দেখেন,তাহলে এর অর্থ হল,তাকে সতর্ক করা হচ্ছে।যাতেকরে সে গোনাহ থেকে তাওবাহ করে নিতে পারে।(তাফসীরুল আহলাম-১/১২২)

(২)
যাকে স্বপ্নে দেখা হচ্ছে,যিনি কিছু বলতে চাচ্ছেন,তার রুহের মাগফিরাত কামনা করে কিছু হাদিয়া দিয়ে দেয়া উচিৎ।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (46 points)
আল্লাহু আকবর। এই স্বপ্ন পড়ে চোখে পানি চলে আসল। আসলেই যদি রাত পোহালে এমন হয় আমরা কতটুক প্রস্তুত। উত্তরের অপেক্ষায় শাইখ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...