আস্সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহ উস্তদ
কারো বদনজর লেগেছ বলে যদি ধারণা করা হয় আর উনি যদি অনেক দূরে থাকেন দেখা করা সম্ভবনা, তখন কিভাবে তার অজুর পানি সংগ্রহ করবো?
২)বিভিন্ন রুকাইয়ার অডিও গুলো শুনলে শরীরে অনেক রিঅ্যাকশন হয়।কিন্তু রুকাইয়া না করার আগ পর্যন্ত নরমাল থাকি। এগুলো কী বদনজরের আলামত?বমি, কাঁশি, শরীর খারাপ লাগা রুকাইয়া শুনলে?
৩)জিনের বদনজর কিভাবে লাগে আর জীন ও কী মানুষ কে জাদু করতে পারে উস্তাদ?