**ইমার্জেন্সি!! **
আসসালামু আলাইকুম।
আমার একটি প্রশ্ন আছে ইসলামিক বিধানের সম্পর্কে, বিশেষ করে ঋতুস্রাবের (মাসিক) পর হলুদ স্রাবের বিষয়ে। হলুদ স্রাব কতটা হালকা হলে তা পবিত্রতার চিহ্ন হিসেবে গণ্য হবে?
আমি সাধারণত পিরিয়ডের বাইরে অন্য দিন গুলোতেও মানে পুরো মাস জুড়ে সবসময়ই খুব হালকা হলুদ/ অফ হোয়াইট স্রাব দেখতে পাই,ডাক্তার বলছে এইটা লিকুরিয়া,এইটা স্বাভাবিক । যখন আমার মাসিকের রক্তপাত বন্ধ হয়ে যায় (প্রায় ৬-৭ দিনের মধ্যে) এবং আমি হালকা হলুদ বা ফ্যাকাশে সাদা স্রাব লক্ষ্য করি, তখন কি আমি এটিকে পবিত্রতার চিহ্ন হিসেবে ধরে নিয়ে নামাজ পড়া শুরু করব? যেহেতু আমার স্বাভাবিক সময়ের স্রাবের রঙ এমনই। নাকি ১০ দিন পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব?