ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।(সূরা বাকারা-২৮৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জরুরতের দরুণ এন আইডি কার্ড পাসপোর্ট ও বিভিন্ন জরুরী কাজের নিমিত্তে ছবি তুলা জায়েয বলে ফুকাহায়ে কেরাম রুখসত বা অনুমোদন দিয়ে থাকেন। তবে অবশ্যই ফটো যথাসম্ভব দ্বীনি ভঙ্গিমায় হতে হবে এবং শালীনতাকে রক্ষা করতে হবে। যেহেতু হেদায়েতের পূর্বে ছবি তুলা হয়েছে, হয়তো দ্বীনি ভঙ্গিমায় ছিলনা, তাই যথাসম্ভব ছবি পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যতদিন না পরিবর্তন করা যাচ্ছে, এর পূর্ব পর্যন্ত বর্তমান ছবিকে ব্যবহার করা যাবে।
(২) যেহেতু স্কুল কর্তৃপক্ষ জোরপূর্বক জন্মতারিখটি পরিবর্তন করেছে, তাই এর দায়ভার আপনার উপর আসবে না।